সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে শুরু থেকেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে মুম্বই পুলিশকে। এবার বিহার পুলিশের ডিরেক্টর জেনারেল গুপ্তেশ্বর পাণ্ডে অভিযোগ আনলেন সুশান্তের মৃত্যুর তদন্তে অর্থনৈতিক বিষয়গুলির দিকে একেবারেই নজর দেয়নি মুম্বই পুলিশ। তিনি বলেন, প্রয়াত অভিনেতার অ্যাকাউন্ট থেকে গত চার বছরে ৫০ কোটি টাকা তোলা হয়েছে। এবং গত এক বছর ১৫ কোটি টাকা তোলা হয়েছে। এর আগে বিহার পুলিশের ডিজিপি অভিযোগ আনেন এই মামলার তদন্তের প্রধান হিসাবে মুম্বইয়ে পৌঁছানোর পরই পাটনার (সেন্ট্রাল) এসপি বিনয় তিওয়ারিকে জোর করে কোয়ারেন্টাইন করা হয়েছে।
এই সপ্তাহেই রিয়া ও তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। সুশান্তের মৃত্যুর ছয়মাস আগে শুরু করা দুটি কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন রিয়া ও তাঁর ভাই শৌভিক। সেই সব কোম্পানির আর্থিক লেনদেনের দিকটাও খতিয়ে দেখবে ইডি।