বন্ধন ব্যাংক তার পাঁচ বছর পূর্ণ করছে ২৩ আগস্ট। ২০১৫ সালের জুন মাসে বন্ধন গ্রুপকে একটি ইউনিভার্সাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। প্রায় দুই দশক ধরে বন্ধন গ্রুপ ভারতের আর্থিক দুর্বল ও শ্রেণির মানুষের উন্নয়ণের জন্য কাজ করে চলেছে মাইক্রোক্রেডিট প্রদানের মাধ্যমে, যার মূল উদ্দেশ্য সুদখোর মহাজনদের কবল থেকে গরীব মানুষের মুক্তি। ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর বন্ধন ব্যাংক ভারতের ৩৪ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়ে ৪,৫৫৯টি ব্যাংকিং আউটলেট ও ৪৮৫টি এটিএম-এর মাধ্যমে। মাক্রোক্রেডিট প্রদান ছাড়াও বন্ধন ব্যাঙ্ক আরও কিছু নতুন প্রোডাক্ট দিচ্ছে, যেমন এমএসএমই-গুলিকে ঋণদান, গোল্ড লোন ও সাশ্রয়ী হাউসিং ফাইনান্স। তার পাঁচ বছরের সময়কালে বন্ধন ব্যাংক উঠে এসেছে এক প্রধান কর্মদাতা হিসেবে এবং তার কর্মীসংখ্যা ১৩,০০০ থেকে বেড়ে ৪২,০০০ হয়েছে।
ভারতের সর্বকণিষ্ঠ ইউনিভার্সাল ব্যাংক বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, চন্দ্রশেখর ঘোষ জানান, বিগত ৫ বছরে বন্ধন ব্যাংক প্রচলিত ব্যাংকিং পরিষেবাকে অগণিত ব্যাংকহীন ও স্বল্পব্যাংকের সুবিধাসম্পন্ন মানুষের কাছে এবং ক্ষুদ্র সংস্থাগুলির কাছে পৌঁছে দিতে পেরেছে, যারফলে তারা আর্থিকভাবে স্বাধীন ও আত্মবিশ্বাসসম্পন্ন হতে পেরেছেন। পাঁচ বছরের যাত্রার সাফল্যের জন্য সকল গ্রাহকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।