মুখ্য কৃষিবিজ্ঞানীদের নিয়ে ১০০তম জি২০ বৈঠক

ভারতের জি২০ প্রেসিডেন্সির অধীনে ভারত ১০০তম জি২০ বৈঠকের আয়োজন করেছে বারাণসীতে – মুখ্য কৃষিবিজ্ঞানীদের নিয়ে। এই উপলক্ষে জি২০ সদস্য দেশ ও আমন্ত্রিত দেশগুলির মধ্যে পারষ্পরিক মতবিনিময় হয়েছে দায়িত্ব, উৎস ও প্রযুক্তিগত বিষয়ে যাতে কৃষি ও খাদ্যব্যবস্থার স্থায়ী সমাধান হতে পারে। তিনদিনের বৈঠকটির সংগঠনায় রয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের ‘ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড এডুকেশন’।

এই বৈঠকে অংশগ্রহণ করেন সড়ক পরিবহন, মহাসড়ক ও অসামরিক বিমান চলাচল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল (রিটায়ার্ড) ভিকে সিং, অন্যান্য মন্ত্রকের পদস্থ আধিকারিকগণ এবং ২০টি প্রধান দেশ ও সহযোগী দেশের ৮০ জন প্রতিনিধি।

এপর্যন্ত শতাধিক দেশের ১২,৩০০ জনেরও অধিক প্রতিনিধি জি২০ সংক্রান্ত বৈঠকগুলিতে অংশগ্রহণ করেছে। এদের মধ্যে রয়েছে জি২০ সদস্য, ৯টি আমন্ত্রিত দেশ ও ১৪টি আন্তর্জাতিক সংগঠন। ভারতের ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪১টি শহরে এযাবৎ জি২০’র ১০০টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *