ভারতের জি২০ প্রেসিডেন্সি’র সময়কালে ‘মিনিস্ট্রি অব উওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট’-এর সঙ্গে দ্বিতীয় জি২০ এমপাওয়ার (Empowerment and Progression of Women’s Economic Representation) মিটিং সমাপ্ত হচ্ছে ৬ এপ্রিল। কেরালার তিরুবনন্তপুরমে এই মিটিং শুরু হয়েছে। এর আগে জি২০ এমপাওয়ার-এর প্রথম মিটিং হয়েছিল আগ্রায়, ১১-১২ ফেব্রুয়ারি।
দ্বিতীয় এমপাওয়ার মিটিংয়ের উদ্বোধনী অধিবেশন আরম্ভ হয় ‘অ্যাচিভিং ইকোনমিক প্রস্পারিটি’ শীর্ষক আলোচনার মধ্য দিয়ে। এতে বক্তব্য পেশ করেন ফিকি’র (FICCI) কেরালা স্টেট কাউন্সিলের প্রেসিডেন্ট ড. এমআই সাহাদুল্লা। এই মিটিংয়ের পাশাপাশি অনুষ্ঠিত অনুষ্ঠানে তথ্যপূর্ণ ভাষণ দেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।
উল্লেখ্য, ভারতের জি২০ প্রেসিডেন্সির আওতায় ‘জি২০ এমপাওয়ার ২০২৩’-এর লক্ষ্য হল ভারতের ‘অ্যাম্বিশাস, ডিসিসিভ অ্যান্ড অ্যাকশন-ওরিয়েন্টেড’ মহিলা-চালিত উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া।