কুমিল্লায় ২ পুলিশকে পিটিয়ে হত্যা, মৃত্যু হল এক যুবকের

কুমিল্লার তিতাস থানার দুই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আর গুলিতে নিহত হয়েছেন দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের বাবু মিয়া বয়স ২১। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় জনতা তিতাস থানা ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে নির্বিচারে গুলি চালায়। অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে সেনা সদস্যরা থানায় পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করে।

থানা থেকে পুলিশ সদস্যদের উদ্ধারের পর কয়েকজন তিতাস থানা ও থানার পাশের বাজারে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানা পাহারায় থাকা দুই পুলিশ সদস্য প্রাণ বাঁচাতে থানার পেছনের গেট খুলে পালানোর চেষ্টা করেন। লোকজন তাদের পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, এলাকার শত শত নারী-পুরুষ দলে দলে নিহত পুলিশ সদস্যদের লাশ দেখতে এসে মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলছে। স্থানীয় লোকজন থানায় ঢুকে সব মালামাল নিয়ে যায়।

এদিকে দাউদকান্দি উপজেলার সদরের তুজারভাঙ্গা গ্রামের বাসিন্দা বাবু মিয়া ( বয়স ২১) গতকাল দাউদকান্দি বাজারে যান। দাউদকান্দি মডেল থানার সামনের সড়কে পৌঁছালে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা থানা ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে নির্বিচারে গুলি চালায়।