মহাদেব অ্যাপে দিনে ২০০ কোটির লেনদেন, রণবীর-শ্রদ্ধারা কী ভাবে যুক্ত?

নিত্যদিন ইডির তলব বলিউডের তারকাদের। নেপথ্যে মহাদেব গেমিং অ্যাপ। কর্ণধার বসে আছেন দুবাইতে। একের পর এক বলিতারকাদের সমন পাঠাচ্ছে। ইতিমধ্যেই সমন পেয়েছেন রণবীর কপূর, শ্রদ্ধা কপূর, কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানের মতো তারকারা। এ ছাড়াও ইডির নজরে রয়েছেন বলিউডের আরও ১৭ জন তারকা। সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কক্কর। রয়েছেন টাইগার শ্রফ, গোবিন্দ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার মতো অভিনেতার নামও।

অনলাইনে বেটিং কিংবা গেম খেলা বেশ জনপ্রিয় যুবাদের মধ্যে। যেমনটা খেলার ক্ষেত্রে হয়ে থাকে। বিশ্বকাপ কিংবা বড় কোনও খেলার আগে খেলোয়াড়রা রীতিমতো বিজ্ঞাপনের মুখ হন এই সব অ্যাপের। কিন্তু মহাদেব গেমিং অ্যাপে কোনও একটি বিশেষ ধরনের খেলা নয়,  একাধিক খেলার ব্যবস্থা ক্রিকেট থেকে পোকার, ফুটবল, টেনিস, তিন পাত্তি হরেক রকমের খেলার ব্যবস্থা। যেখানে বেটিং থেকে লটারি সবের বন্দোবস্ত রয়েছে। অ্যাপটি কাজ করে চার থেকে পাঁচটি সমাজমাধ্যমের প্ল্যাটফর্মে। এ ছাড়াও ঘনিষ্ঠ সমাজমাধ্যমের বৃত্তে, দিনে এই অ্যাপের মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকার লেনদেন হয়। এই অ্যাপের খেলার নিয়মই এমন নাকি গোলমেলে যে টাকা বিনিয়োগ করলে ফেরত পাওয়ার সম্ভবনা প্রায় শূন্য। তাই পুরোটাই যায় কর্ণধারদের পকেটে।

এই অ্যাপের কর্ণধার সৌরভ চন্দ্রশেখর ও রবি উপল। এই দুই উদ্যোগপতি আগে বিভিন্ন অনলাইন গেমিং প্ল্যাটফর্ম তৈরি করেছেন। যদিও সেগুলি ছিল বৈধ।এই অনলাইন বেটিং অ্যাপের মাধ্যেম প্রায় ৫,০০০ কোটি টাকার তছরুপি করেছেন সৌরভ চন্দ্রশেখর। শোনা যাচ্ছে, প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের টাকা রয়েছে এছাড়াও রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের কালো টাকা।বিভিন্ন সময় এই অ্যাপের প্রচার মুখ হয়েছেন এই বলিউড তারকারা আবার কেউ কেউ গিয়েছেন এই অ্যাপের কর্ণধার সৌরভের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অতিথি হয়ে। যার বাবদ পেয়েছেন মোটা টাকা। যার ফলেই ইডির সন্দেহ তারকাদের পারশ্রিমক বাবদ যে টাকা দেওয়া হয় তার মাধ্যমে আসলে কালোটাকাকেই সাদা করার চেষ্টা করেছেন এই সৌরভ। তবে এই তারকাদের অভিযুক্ত হিসাবে নয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারকাদের ডেকে পাঠাচ্ছেন তাদের তদন্তের স্বার্থেই।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *