নিয়মানুযায়ী, কলকাতা পৌরসভা কলকাতার যেকোনো জায়গায় খেলা, সার্কাস, সামাজিক অনুষ্ঠান এবং অনুষ্ঠানের ক্ষেত্রে বিনোদন কর আদায় করে। কলকাতা মিউনিসিপ্যালিটির বিনোদন ট্যাক্স ডিপার্টমেন্টের দাবি, আইপিএল চলাকালীন প্রতি বছর নাইট রাইডার্সকে বিনোদন ট্যাক্সের বিল দেওয়া হয়। প্রতিবার বিল আসে প্রায় ৬৮ লাখ টাকা। এবং তারা বিল পাওয়ার পরেও খুব কম টাকা দিয়েছে।
এ অবস্থায় বিনোদন কর বাবদ ৩ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার টাকা এবং বকেয়া সুদ বাবদ ৩ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকা পরিশোধের জন্য কয়েকদিন আগে চিঠি দেওয়া হয়। ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। তবে সুদ ও জরিমানা মওকুফ করা হয়েছে। যা নিয়ে শুরু হয় বিতর্ক। প্রশ্ন হল, নিজেদের তহবিল ফাঁকা থাকা অবস্থায় কেন কেকেআর-এর বিনোদন কর মকুব করা হল?
এর জবাবে পৌরসভা বলছে, কর আদায়ের সুদ আদায়ের বিষয়ে আইনে সুনির্দিষ্ট কোনো বিধান নেই। তাই সেই টাকা মওকুফ করতে হয়েছে। এর আগেও অনেক ক্ষেত্রে এ ধরনের সুদ মওকুফ করা হয়েছে। তাছাড়া কেকেআরকে চিঠি পাঠানো হয়েছে মাত্র একবার আগ্রহ চেয়ে। কিংবা প্রতিবারই নাইটরাইডার্স কর্তৃপক্ষের কাছে টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
এদিকে কেকেআর সম্প্রতি প্রায় 2 কোটি টাকার বিনোদন কর নিষ্পত্তি করেছে। কলকাতা নাইট রাইডার্সের কাছে এখনও বিনোদন কর বকেয়া আছে ১ কোটি ৭৩ লাখ টাকা। বিনোদন করের বকেয়া নিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন নাইট রাইডার্সের আধিকারিকরা। ট্যাক্স বাবদ অনেক টাকা দেওয়া হয়েছে, কিন্তু বাকি টাকা এখনও তারা পরিশোধ করেনি।
এদিকে দীর্ঘদিন ধরে বকেয়া টাকা না পেয়েও আইনি পথ অনুসরণ করেনি কলকাতা পুরসভা। উল্টো এবার সুদের টাকাও মওকুফ করেছে কলকাতা নাইট রাইডার্স। এদিকে, কেকেআর কর্তৃপক্ষ পৌরসভাকে আশ্বাস দিয়েছে যে 1 কোটি 73 লাখ টাকার বকেয়া বিনোদন কর শীঘ্রই নিষ্পত্তি করা হবে। তবে কবে দেওয়া হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।