মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৷ একঝাঁক তারকা উপস্থিতি ধনধান্য অডিটোরিয়ামে ৷ উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহা ৷ এই বছর চলচ্চিত্র উৎসবের থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। প্রতিযোগিতা বিভাগে মোট ২৪৫৯ টি ছবির মনোনয়ন জমা পড়েছে । প্রতিযোগিতায় মনোনীত হয়েছে ৪২ টি পূর্ণ দৈর্ঘের ফিচার ছবি, 30টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। নন কম্পিটিশন বিভাগে রয়েছে ১০৩ টি ছবি। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। তাই ২১ টি ফ্রেঞ্চ ছবি দেখানো হবে। বিকেল সাড়ে ৫ টায় ধনধান্য অডিটোরিয়ামে তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’ দিয়ে শুরু হচ্ছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।