ভারতের জি২০ প্রেসিডেন্সির সময়কালে দ্বিতীয় কালচার ওয়ার্কিং গ্রুপ (সিডব্লিউজি) বৈঠক হচ্ছে ওড়িশার ভুবনেশ্বরে – ১৪ থেকে ১৭ মে পর্যন্ত।
বৈঠকে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি ও স্বরাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ভাষণ দেন। বৈঠকে আলোচ্য বিষয় ছিল সিডব্লিউজি’র প্রধান থিম এবং জি২০ কালচারাল মিনিস্টার্স ডিক্লারেশনের খসড়া ও চূড়ান্ত বিবৃতি প্রস্তুত করা। এই বৈঠকে উপস্থিত ছিলেন জি২০ সদস্য, অতিথি দেশসমূহ ও কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। বৈঠকের পর ওড়িশা ক্র্যাফটস মিউজিয়ামে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি ও মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক ‘সাসটেইন: দ্য ক্র্যাফট ইডিয়ম’ শীর্ষক একটি প্রদর্শনী উদ্বোধন করেন।
এর আগে ১৪ মে পদ্মশ্রী সুদর্শন পটনায়ক ‘কালচার ইউনাইটস অল’ থিমভিত্তিক একটি বিশেষ বালুশিল্প প্রদর্শন করেন। এর উদ্বোধন করেন সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি এবং সংস্কৃতি ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তৃতীয় কালচার ওয়ার্কিং গ্রুপ মিটিং অনুষ্ঠিত হবে হাম্পিতে, ১৫ থেকে ১৮ জুলাই এবং কালচারাল মিনিস্টার্স মিটিং হবে অগাস্টের শেষভাগে, বারাণসীতে।