গ্যাংটকে বি২০ বৈঠকে উপস্থিত ২৪ দেশের ৫০ প্রতিনিধি

ভারতের জি২০ প্রেসিডেন্সির অধীনে বৃহস্পতিবার থেকে সিকিমের রাজধানী গ্যাংটকে আরম্ভ হয়েছে বি২০ বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন শতাধিক প্রতিনিধি, যাদের মধ্যে ছিলেন ২৪টি দেশের প্রায় ৫০ জন বিদেশী প্রতিনিধি। এই বৈঠকে সিকিমের অর্গানিক ফার্মিং তুলে ধরা হয় বিশ্বের সম্মুখে। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার প্রতি গুরুত্ব আরোপ করা হয়, যেমন পর্যটন, হসপিটালিটি ও ফার্মাসিউটিক্যালস। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং উপস্থিত প্রতিনিধিদের সামনে তার ভাষণে সিকিমকে বিশ্বের ‘গ্রিনেস্ট অ্যাগ্রো-ইকোলজিক্যাল ডেস্টিনেশন’ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সাহায্যের আহ্বান জানান।

তিনি বলেন, সীমিত কৃষিজমিতে বেশিমাত্রায় উৎপাদনের জন্য এরকম গ্রিন টেকনোলজির প্রয়োজন রয়েছে সিকিমের। তিনি সিকিমের নবপ্রজন্মের কৃষকদের জন্য ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট’-এর প্রয়োজনীয়তার উল্লেখ করে বলেন, তাদের জন্য অর্গানিক ফার্মিংয়ের প্রশিক্ষণের নতুন পদ্ধতির প্রয়োজন রয়েছে। বি২০ বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল ‘কনফারেন্স অন অপর্চুনিটিজ ফর মাল্টিল্যাটারাল বিজনেস পার্টনারশিপ ইন ট্যুরিজম, হসপিটালিটি, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড অর্গানিক ফার্মিং’। সিকিমের মুখ্যসচিব ভি বি পাঠকও এই বৈঠকে ভাষণ দেন। আর্থিক সম্ভাবনা-সহ জি২০ দেশগুলির সঙ্গে সিকিমের ব্যবসায়িক সহযোগিতার পথ খুলে দেওয়ার ক্ষেত্রে এই বৈঠক বিশেষ সুযোগ এনে দিয়েছে। স্টার্টআপ ২০ ইভেন্ট অনুষ্ঠিত হবে গ্যাংটকে, ১৮-১৯ মার্চ।

ভারতের জি২০ প্রেসিডেন্সির আওতাধীনে উত্তরপূর্বাঞ্চলে অনুষ্ঠিতব্য বি২০’র চারটি বৈঠকের তৃতীয়টি হল সিকিমে। উল্লেখ্য, বি২০ হল গ্লোবাল বিজনেস কমিউনিটির সঙ্গে আলোচনার জন্য জি২০’র অফিসিয়াল ডায়ালগ ফোরাম এবং জি২০’র অন্যতম প্রধান ‘এনগেজমেন্ট গ্রুপ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *