৬ ডিসেম্বর ২০২১ ভারত ও বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে। কারণ এইদিন “মৈত্রী দিবস”-এর পঞ্চাশ বছর পূর্ণ হতে চলেছে। এই দিনটিকে বিশেষ করে তুলতে, ভারত ও বাংলাদেশ উভয়ই একসঙ্গে “লোগো এবং ব্যাকড্রপ” ডিজাইনিং প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে। উল্লেখ্য, নয় মাস দীর্ঘ মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশের স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ১৬ ডিসেম্বর ঢাকা সফর যাবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং মুক্তিযুদ্ধ নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করবেন। একই সময়ে, ইন্ডিয়ান কাউন্সিল ফর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ) এ আয়োজিত অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুই দেশের বন্ধুত্ব ও উন্নয়ন প্রকল্পের বিষয়ে তাঁর মতামত দেবেন। এছাড়াও এদিন ‘1971: রাইজ অব এ নেশন বাংলাদেশ’প্রকাশ করা হবে এবং বিদেশে ভারতীয় দূতাবাসও এই বই প্রকাশ অনুষ্ঠানে অংশ নেবে।