899 টাকা ও 1,599 টাকা দামে দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL।

899 টাকা ও 1,599 টাকা দামে দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। এই দুই প্ল্যানে 1,500 টাকা টকটাইম, রোজ 2GB ডেটা ও আনলিমিটেড ইনকামিং কল করা যাবে। এই দুই প্ল্যানে 425 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। আপাতত উড়িষ্যা সার্কেলের গ্রাহকদের জন্য এই প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।1,500 টাকা প্ল্যানে আনলিমিটেড ইনকামিং কল করা যাবে। সঙ্গে থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুবিধা ও 1,500 টাকা টকটাইম। এই প্ল্যানে ভয়েস কল করতে প্রতি মিনিটে 20 পয়সা খরচ হবে। 1,599 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 425 দিন।899 টাকা প্ল্যানে আনলিমিটেড ইনকামিং কল করা যাবে। সঙ্গে থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুবিধা ও 100 টাকা টকটাইম। এই প্ল্যানে ভয়েস কল করতে প্রতি মিনিটে 20 পয়সা খরচ হবে। 899 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। চলতি সপ্তাহেই প্রিপেড গ্রাহকদের জন্য 2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল BSNL। এই প্ল্যানে 600 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। কোম্পানির ছত্তিশগড় সার্কেলের টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন প্ল্যানের খবর জানানো হয়েছে। এই প্ল্যানে প্রতিদিন 250 মিনিট ভয়েস কল করা যাবে। যদিও কোন ডেটা ব্যবহারের সুবিধা থাকছে না। গোটা দেশের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *