ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে চলেছে রাজ্য। আবারও আগের ছন্দে ফিরেছে রাজ্যের পরিস্থিতি। ধীরে ধীরে শিথিল হতে চলেছে রাজ্যের সব কিছু। এই পরিস্থিতিতে তালাবন্ধ সিনেমা হলগুলি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করল টলিপাড়া। দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে একঝাঁক বাংলা ছবি। বহু টালবাহানার পর চলতি বছর টলিগঞ্জের অন্যতম নামী প্রযোজনা সংস্থা এসভিএফের তরফে ঘোষণা করা হল তাদের পরবর্তী পাঁচ ছবির রিলিজ ডেট। দুর্গাপুজোয়, ১০ই অক্টোবর মহাপঞ্চমীর দিন রুপোলি পর্দায় ফুটবল পায়ে দাপিয়ে বেড়াতে দেখা যাবে দেবকে। ‘ভারতীয় ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিক এই ছবি। অন্যদিকে আগামী ক্রিসমাসে মুক্তি পাবে প্রসেনজিত্-সৃজিত জুটির কাকাবাবু সিরিজের তিন নম্বর ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।
এছাড়াও এদিন এসভিএফের তরফে জানানো হয় আগমী ১৩ অগস্ট নাম পালটে মুক্তি পেতে চলেছে বিরসা দাশগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্যের ‘সাইকো’। ‘মুখোশ’ নাম নিয়ে আগামী ১৩ অগস্ট মুক্তি পাবে এই ছবি, অন্যদিকে গত সপ্তাহেই ঘোষিত হয়েছিল মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘একান্নবর্তী’, এই ফ্যামিলি ড্রামা মুক্তি পাবে ৩রা নভেম্বর।