কলকাতা হাইকোর্টে ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে দায়ের হল মামলা

দক্ষিণ ভারতীয় তারকা প্রভাস এবং বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটি 16 জুন মুক্তি পায়। মুক্তির আগে সিনেমাটি নিয়ে অনেক বিতর্ক ও সমালোচনা হয়েছিল। মুক্তির পরও তা অব্যাহত রয়েছে। সেই কারণে দিল্লি, এলাহাবাদের পর এবার কলকাতা হাইকোর্টেও অভিযোগ দায়ের হয়েছে সিনেমার বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রামায়ণের মতো মহাকাব্যিক কাহিনীগুলো অত্যধিক যৌনতাপূর্ণ; এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন আইনজীবী তন্ময় বোস।

বিচারপতি টিএস শিবগ্নানম এবং বিচারপতি অজয় ​​কুমার গুপ্তের বেঞ্চে মামলাটি দায়ের করা হয়েছে। তন্ময় বোসের অভিযোগ, ‘আদিপুরুষ’ ছবিতে রামায়ণের মতো মহাকাব্যকে বিকৃত করা হয়েছে। আর মাতৃতন্ত্র হিসেবে সম্মানিত নারী চরিত্রগুলোকে অশালীন পোশাকে দেখানো হয়েছে।

কলকাতায় ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা
প্রভাস
১৬ জুন মুক্তি পেয়েছে ভারতের দক্ষিণী তারকা প্রভাস ও বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘আদিপুরুষ’। মুক্তির আগে থেকে নানা বিতর্ক-সমালোচনা ছিল সিনেমাটি নিয়ে। মুক্তি পরেও তা চলছে। সেসবের জেরেই দিল্লি, এলাহাবাদের পর এবার কলকাতা হাইকোর্টের সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, রামায়ণের মতো মহাকাব্যের গল্পে অযথা যৌনতার সুড়সুড়ি দেয়া হয়েছে; এই অভিযোগ আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী তন্ময় বসু।

বিচারপতি টি. এস. শিবাগনানাম ও বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে এই মামলা দাখিল হয়েছে। তন্ময় বসুর অভিযোগ, রামায়ণের মতো মহাকাব্যকে ‘আদিপুরুষ’ সিনেমায় বিকৃত করা হয়েছে। আর যে নারী চরিত্রদের মাতৃজ্ঞানে শ্রদ্ধা করা হয় তাদের অশালীন পোশাকে দেখানো হয়েছে।

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’-এর সংলাপ নিয়েও আপত্তি ওঠে। পরে তা পরিবর্তন করা হয়। তন্ময় বোস অভিযোগ করেন, তাদের হাততালি দেওয়ার মতো করা হয়েছে। আর এ ধরনের সিনেমা বানিয়ে হিন্দু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা হয়েছে।

ইতিমধ্যেই নেপালে নিষিদ্ধ করা হয়েছে ‘আদিপুরুষ’। সেই বিষয়টিও এই অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ধরনের সিনেমা প্রদর্শন বন্ধ করার কথাও জানানো হয়েছে।

“আদিপুরুষে রামের অবমাননা, রামায়ণ” – কয়েকদিন আগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু সেনা। এলাহাবাদ হাইকোর্টে আরেকটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

আরেকটি অভিযোগ, ‘বজরঙ্গবলী ও রাবণকে বিকৃত দেখানো হয়েছে। আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

By Priyanka Bhowmick

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *