বাংলাদেশের জনগণকে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভিসার ক্রমবর্ধমান সংখ্যার দিকে লক্ষ্য রেখে, ভারত রবিবার কুষ্টিয়ায় একটি নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) উদ্বোধন করল। যা বাংলাদেশী নাগরিকদের ভিসা পরিষেবাকে আরও সহজ করে তুলবে।
উল্লেখ্য, COVID-19 এর আগে ২০১৯ সালে প্রায় ১৬ লাখ বাংলাদেশী নাগরিকদের ভিসা আটকে ছিল। শুধু তাই নয় COVID-19 এর সর্বোচ্চ পর্যায় তথা ২০২১ সালে, লকডাউনের অধীনে, ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য প্রায় ২ লাখ মেডিকেল ভিসা জারি করেছে।
উদ্বোধনের পর এইচসি ভার্মা তার ট্যুইটে উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের জন্য ভিসা সুবিধা উন্নত করার লক্ষেই ভারতের তরফ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।