জলের বোতল ছুঁড়ে গায়ক কৈলাশ খের –এর উপর

কর্ণাটকে অনুষ্ঠান করতে গিয়ে আক্রান্ত গায়ক কৈলাশ খের। হাম্পিতে চলছিল সেই অনুষ্ঠান। কড়া নিরাপত্তা ভেদ করে জলের বোতল ছুঁড়ে মারা হয় গায়কের দিকে। ততক্ষণাৎ ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। ওই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে হাম্পি উৎসব। তাতেই যোগ দেন কৈলাশ। তাঁর টুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেছিলেনযে তিনি হাম্পি উৎসবে পারফর্ম করতে যাচ্ছেন।

উদ্বোধন করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কৈলাশ ছাড়াও আমন্ত্রিত ছিলেন আরমান মালিক, বিজয় প্রকাশ, রঘু দীক্ষিতের মতো শিল্পীরা। এই ঘটনায় কৈলাশ কোনও চোট পেয়েছেন কি না তাও এখনও স্পষ্ট নয়। রিপোর্ট অনুসারে, দুই ব্যক্তি কৈলাশকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করেন। কিন্তু গায়ক শুধু হিন্দিতে গান গাইলে প্রদীপ এবং সুরাহ নামে দুই স্থানীয় লোক নিজেদের দাবিতে গায়কের উপর আক্রমণ করা হয় বোতল ছুঁড়ে।

পুলিশ রিপোর্ট অনুযায়ী, দুজনকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। যদিও এখন পর্যন্ত এই গোটা বিষয়ে কৈলাশ খের ও তাঁর দলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *