সাফল্যের সাইক্লোনে হারিয়ে ণা গিয়ে সেই সাফল্যের প্রদীপই পরবর্তী কাজকে আলোকিত করবে বলেই মনে করেন অভিনেত্রী ঊষসী রায়। জি ফাইভ-এ ইন্দ্রনীল রায়চৌধুরির ডেবিউ ওয়েবসিরিজ ‘ছোটলোক’-এর স্ট্রিমিং শুরু হল। যার অন্যতম মুখ্য চরিত্র ‘রূপসা’র চরিত্রে রয়েছেন ঊষসী। এই সিরিজের সাফল্যের বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী।
ওয়েবসিরিজে রূপসা মফ্ফসলের মেয়ে। শহরে আসে চাকরি নিয়ে। নিজের শর্তে বাঁচতে চাওয়া রূপসার সঙ্গে কী হবে, তাইই গল্পের মূল অংশ।এই চরিত্র ঊষসীকে ভাবিয়েছে। সিরিজের নাম প্রসঙ্গে অভিনেত্রীর মত, ‘আমাকে চিত্রনাট্য পড়তে দেওয়া হয়েছিল। পড়তে গিয়ে কখনও মনে হয়নি সিরিজের নাম দর্শক মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে।
একসময় ছোটপর্দা মাতিয়ে কাজ করেছেন।‘মিলন তিথি’ ধারাবাহিক থেকে যাত্রা শুরু ঊষসীর।কিন্তু এই মুহূর্তে টেলিভিশন থেকে দূরেই রেখেছেন নিজেকে।আপাতত সিনেমা এবং সিরিজ নিয়ে ব্যস্ততার মাঝে দাঁড়িয়ে ওটিটি প্ল্যাটফর্মের স্বাধীনতার পক্ষে সওয়াল করলেন ঊষসী। বললেন, ‘দর্শকের চাহিদা রয়েছে বলেই ওয়েব সিরিজে থ্রিলার, ভায়োলেন্স প্রাধান্য পাচ্ছে। ‘ছোটলোক’ পলিটিক্যাল থ্রিলার। এখানে রক্তপাত, হানাহানি আছে। মানুষ তো দেখছেন। আসলে তার মধ্যেও এমন গল্প উঠে আসছে যেগুলো মানুষ সিনেমা, সিরিয়ালে খুঁজে পাননি। ‘রোজ খবরের কাগজ খুললে যে স্তরের ক্রাইম দেখতে পাই, সেগুলো ওয়েব সিরিজে উঠে আসলে দোষের কোথায়? যেগুলো সত্যি ঘটনা সেইগুলো নিয়েই তো ওয়েবসিরিজ তৈরি হচ্ছে’, স্পষ্ট মত তাঁর।