‘ভয়ঙ্কর’  ডিপফেকের শিকার আমির খান

ডিপফেকের শিকার হয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রী। রশ্মিকা মন্দানা থেকে ক্যাটরিনা কইফও এবং তাঁদের বিকৃত অশালীন ভিডিয়ো ভাইরাল হয়েছে। এবার ডিপফেকের শিকার হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তবে অশালীন ভিডিয়ো নয়, আমির খান আবার অন্য ধরনের ডিপফেক ভিডিয়ো ভাইরাল হয়েছে আমির খানের। আর সেই ভিডিয়ো দেখে সরাসরি  থানায় ছুটলেন আমির।

জানা গিয়েছে, আমির খানের মুখ ব্যবহার করে একটি রাজনৈতিক দলের প্রচারের ভিডিয়ো তৈরি করা হয়েছে।বুধবার আমির খানের অফিসের তরফে পুলিশে একটি এফআইআর দায়ের করেছে।  ডিপফেক প্রযুক্তি ব্যবহার করেই আমিরের মুখ ওই ভিডিয়োয় ব্যবহার করা হয়েছে।২৭ সেকেন্ডের ওই ভিডিয়োয় আমির খান ‘জুমলা’র থেকে সতর্ক থাকতে বলছেন বলে দেখা গিয়েছে। আমিরের অফিসের দাবি, অভিনেতার মুখ মর্ফ করে ভিডিয়োয় ব্যবহার করা হয়েছে। তিনি এমন কোনও প্রচার ভিডিয়ো শুট করেননি।

আমিরের অফিস থেকে অভিযোগ পেতেই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪১৯ (অন্যকে নকল করা), ৪২০ (প্রতারণা) সহ একাধিক ধারায় এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।আরও  অফিসের তরফ থেকে  জানানো হয়েছে, ৩৫ বছরের বলিউড কেরিয়ারে আমির খান কোনওদিন কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করেননি।

By Konika Roy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *