‘ও আমার মেয়ে নয়, পুত্রবধূ’! সোশ্যাল মিডিয়ায় ভাইরেল জয়ার পুরনো ভিডিয়ো

অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই এবার গুঞ্জন উঠেছে আরেকটি ভিডিও। ভিডিওটি পুরানো অমিতাভ জয়া বচ্চনের সাক্ষাৎকারের। সেখানে ঐশ্বরিয়াকে নিয়ে কথা বলতে শোনা যায়।  ভিডিওর শুরুতেই জয়াকে বলতে শোনা যায়, “মেয়ে আরবৌমার মধ্যে পার্থক্য আছে”। কিছুক্ষণ পর, হোস্ট জয়াকে জিজ্ঞাসা করে যে তিনি বউমার সাথে কঠোর কিনা। জবাবে অভিনেত্রী বলেন, “তিনি আমার মেয়ে নন, আমার পুত্রবধূ। আমি কিভাবে তার প্রতি কঠোর হতে পারি?”

জয়ার পুরনো সাক্ষাৎকারের কয়েক সেকেন্ডের সেই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিষেক-ঐশ্বরিয়ার বিরহ-জল্পনার আগুন যোগ করেছে এই ভিডিও।

গত দুদিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। একটি ফেক ভিডিওতে ঐশ্বরিয়ার সঙ্গে তার বিচ্ছেদের খবরে সিলমোহর দিতে দেখা গেছে অভিষেককে। যদিও এই দম্পতির ভক্তদের একটি অংশ দাবি করেছে, ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং অভিষেক কখনও এমন কোনও মন্তব্য করেননি।

By editor