বাবা ও দাদার হাত ধরে বলিউডে প্রবেশ আব্রামের

আরিয়ান খানের পরিচালনায় শাহরুখ খান অভিনয় করবেন, এই খবর আগে থেকেই জানা ছিল কিন্তু এবার শাহরুখ খান তার দুই ছেলে আরিয়ান খান ও আব্রাম খানের সঙ্গে একই ছবিতে থাকছেন। কাভি খুশি কাভি ঘাম ছবিতে বাবা শাহরুখের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান খান। তবে এবার ছোট আব্রাম সিনেমার জগতে পা রাখবেন, তাও বাবা ও দাদার সঙ্গে।

২০১৯ সালে, শাহরুখ এবং আরিয়ান ‘দ্য লায়ন কিং’ সিনেমার হিন্দি সংস্করণে একসঙ্গে ভয়েস দিয়েছিলেন। শাহরুখ খান, আরিয়ান খান এবং আব্রাম খান সেই ছবির সিক্যুয়েল ‘মুফাসা’তে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন। বলিউডের কিং খান তার দুই ছেলেকে নিয়ে ‘মুফাসা’ ছবির হিন্দি ডাবিং করেছেন। যার ট্রেলার প্রকাশ্যে এসেছে। মুফাসার কন্ঠে শাহরুখের কণ্ঠ, সিম্বার কন্ঠে আরিয়ানের কণ্ঠের পাশাপাশি শিশু মুফাসার কণ্ঠে শোনা যাবে বেবি আব্রামের কন্ঠ।

সোমবার (১২ আগস্ট) মুফাসার হিন্দি সংস্করণের ট্রেলার প্রকাশিত হয়েছে। শুরুতে মুফাসার কণ্ঠে শাহরুখের কণ্ঠ চিনতে কারোরই সময় লাগেনি। তারপর হাজির ছোট্ট মুফাসা, তার কণ্ঠে আব্রাম। প্রথম কাজেই আব্রাম সাড়া ফেলে দিয়েছে। ইতিমধ্যেই অনেকেই দাবি করছেন, বাবার মতো একদিন রাজত্ব করার মেধা আছে তার।

প্রসঙ্গত, শাহরুখের বড় ছেলে আরিয়ান খান ইতোমধ্যেই নিজের ওয়েব সিরিজ নিয়ে শীঘ্রই হাজির হচ্ছেন বলিউডে। ‘দ্য আর্চিস’-এর হাত ধরে মেয়ে সুহানা খানও বলিউডে পা রেখেছে। শীঘ্রই তাঁকে দেখা যাবে সুজয় ঘোষ পরিচালিত ‘দ্য কিং’ ছবিতে। এতে ক্যামিও চরিত্রে হাজির থাকবেন শাহরুখ। আর এবার মুফাসায় কণ্ঠশিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করলেন ছোট ছেলে আব্রাম। চলতি বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মুফাসা : দ্য লায়ন কিং।’

By editor