“বরফি” সিনেমার প্রচারে অংশগ্রহণ করছেন না বলে অভিযোগ অভিনেতা কৌশিক সেন-এর বিরুদ্ধে

১৮ই মার্চ নাগেরবাজারের ডায়মন্ড প্লাজা মলে সৌভিক দে পরিচালিত সাসপেন্স থ্রিলার বাংলা ছবি ‘বরফি’র ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়েছে। সৌভিকের ‘বরফি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। ছবির মুক্তি আসন্ন। কিন্তু পরিচালকের দাবি, এই ছবির প্রচারে অংশ নেননি কৌশিক।

মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই ছবির পরিচালক জানান, “আমাদের কোনো অনুষ্ঠানেই আসছেন না কৌশিক সেন। কৌশিক সেন-কে বারংবার অনুরোধ করলেও কখনোই কথা রাখছেন না কৌশিক সেন। ফলতঃ কাহিনীচিত্রের প্রচার বিঘ্নিত হচ্ছে।” যদিও এই বিষয়ে কৌশিক সেন-এর কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।টলিপাড়ায় বকেয়া পারিশ্রমিকের দাবি বা শুটিং সম্পর্কিত অভিযোগ নতুন নয়। তবে এ বার এহেন  অভিযোগে টলিপাড়ায় রীতিমত শোরগোল এনেছেন পরিচালক সৌভিক দে। পরিচালকের কথায়, ‘‘যে দিন শুটিং শেষ হয়, সেদিনই আমি ওঁকে পারিশ্রমিক মিটিয়ে দিই। উনি বড় মাপের অভিনেতা। চিত্রনাট্য পছন্দ হয়েছিল বলেই অভিনয় করতে রাজি হয়েছিলেন। তার পরেও কেন এ রকম করলেন, বুঝতে পারছি না”। কৌশিক যে ছবির প্রচারপর্বে সময় দেবেন, নির্মাতাদের দাবি চুক্তিপত্রেও তা লেখা ছিল। পরিচালক বলেন, ‘‘ওঁর কাছে দু’দিন সময় চেয়েছিলাম। কিন্তু কৌশিকদা জানিয়ে দেন যে, ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালকদের ছবির প্রচারপর্বেও তিনি নাকি থাকেন না! কিন্তু নতুন পরিচালকদের সঙ্গেও এটা হলে, সেটা তো বাংলা ছবির ক্ষতি”।

সৌভিক আরও বলেন, ‘‘আগামী মাসে আমার ছবির মুক্তি। কৌশিকদা ছবির মুখ্য চরিত্রে। কিন্তু উনি ছবির প্রচারের অংশ হতে রাজি নন। এতে তো আমার ছবির ক্ষতি হয়ে যাবে”। শৌভিক টলিপাড়ার তরুণ পরিচালক। সেখানে কৌশিকের মতো অভিনেতা ছবির প্রচারপর্ব থেকে সরে দাঁড়ানোয় আর কোনও উপায় না দেখে সৌভিক মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নজরে আনেন।আগামী মাসের শুরুর দিকে সারা বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি দর্শকদের মনোরঞ্জন করার জন্য প্রস্তুত। কলকাতায় একের পর এক রহস্যময় খুনের ঘটনা নিয়েই ছবির গল্প। ‘বরফি’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, অমিত শেঠি, কমলেশ্বর মুখার্জি, অরিত্র দত্ত বণিক, অনামিকা সাহা।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *