অসুস্থ ছিলেন অভিনেতা মহেশ

আবারও ক্যানসারের থাবা বসেছে অভিনেতার জীবনে। বেশ কিছুদিন ধরেই শারিরিরিক অসুস্থতায় ভুগছেন তিনি। মারণ রোগ ক্যানসারে আক্রান্ত অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকর। ইউরিনারি ব্লাডার ক্যানসারে আক্রান্ত তিনি। কিছুদিন আগেই ধরা পড়ে এই রোগ। রোগের কথা জানতে পেরেই সময় নষ্ট না করে অস্ত্রোপচার করা হয় অভিনেতার। দিন দশেক আগে অপারেশন হয়েছে মহেশের। আপাতত সুস্থ আছেন তিনি। বাড়ি ফিরেছেন পরিচালক। চিকিৎসকের পরমর্শ মতো চলছেন।

১৯৯২ সালে মরাঠি ছবি ‘জীবন সখা’ দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন মহেশ মঞ্জারেকর। প্ল্যান, জিন্দা, মুসাফির, দশ কাহানিয়া সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর সুনিপুণ অভিনয় মন জয় করেছে দর্শকদের। যে কোনও ছবি, যে কোনও চরিত্রে অবলীলায় ছক্কা হাঁকান মহেশ। শুধু অভিনেতা হিসেবে নয় পরিচালক হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলি হল নিদান, বাস্তব, বিরুদ্ধ, আই প্রমুখ।

মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালক মহেশ মঞ্জারেকরের আগামী ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। ইতিমধ্যে ছবি শ্যুটিং শেষ। অক্টোবরে কথা ছিল ছবি মুক্তির। কিন্তু জানা গিয়েছে অনির্দিষ্ট কালের জন্য তা পিছিয়ে গিয়েছে। করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকা, সিনেমা হলে গিয়ে দর্শকদের ছবি দেখতে না-চাওয়াই এর প্রধান কারণ। মার্চেই শেষে নাকি কথা ছিল ছবির পোস্টার রিলিজের। তারপর মে মাস নাগাদ সামনে আসত টিজার অথবা ট্রেলার। কিন্তু মহেশ-সহ ছবির প্রযোজকরা নিশ্চিত নন, অক্টোবরে আদৌ দেশের সমস্ত জায়গায় পেক্ষাগৃহ খুলবে কি না। তাই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার ব্যাপারেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি আশা করছেন খুব শিগগিরিই স্বাভাবিক জীবনে ফিরবেন।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *