বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব শান্তনু দাস (Santanu Das) মূলত একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও অভিনয় ছাড়াও অন্যান্য বিশেষ ভূমিকাতেও দীর্ঘদিন ধরে বাংলা সিনেমার সঙ্গে যুক্ত।
সৃজিত মুখার্জির ‘দ্বিতীয় পুরুষ’ হোক কিংবা টোটা রাজ চৌধুরীর থিলার ‘ভিলেন’ সর্বদাই তার অভিনয় দর্শকের মন জয় করেছে। শান্তনু দাস (Santanu Das) অভিনীত ফিল্ম গুলির মধ্যে উল্লেখযোগ্য হল সৃজিত মুখার্জি ‘দ্বিতীয় পুরুষ’, ‘ভিঞ্চি দ্যা’ ‘শাহজাহান রিজেন্সি’।
প্রদীপ মিস্ত্রীর ‘সুন্দরবনের গপ্প’ সিনেমায় তিনি অভিনেতার পাশাপাশি একজন মেন্টরের ভুমিকায়ও ছিলেন। আধুনিক গল্প থেকে শুরু করে প্রাচীন নাট্য-উপন্যাসের ওপর তৈরি বিভিন্ন চরিত্রে তার অভিনয়ের প্রতিভা সবাইকে মুগ্ধ করেছে।
Santanu Das in Iskabon shoot Santanu Das
মনদীপ সাহার আগামী ফিল্ম ‘ইস্কাবন’এ শান্তনু দাস ‘শুকু’র চরিত্রে অভিনয় করেছেন। উল্লেখ্য, ইস্কাবনেও(Iskabon) শান্তনু দাস (Santanu Das) একজন মেন্টর হিসেবেও কাজ করেছেন। শান্তনু দাস (Santanu Das)-এর উল্লেখযোগ্য ভুমিকা রয়েছে।
ফিল্ম ‘রাবণ’(Raavan)এ শান্তনু দাসকে দেখা যাবে সুপারস্টার জিৎ-এর সঙ্গে। ইতিমধ্যেই ওই ফিল্মের টিজার রিলিজ হয়েছে। রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে তুমুল উদ্দীপনা তৈরি করেছে ফিল্মটি।