বড় পর্দায় বেশ কয়েকটি ছবিতে কাজ করার পরও ছোট পর্দায় ‘ইকিরমিকির’ ধারাবাহিকে “রীতি” চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করছেন বাংলা চলচিত্রের বিশিষ্ট অভিনেত্রী কোয়েল ধর। অবশ্য পর্দার রীতির সঙ্গে যে তাঁর আসল জীবনে কোন মিল নেই, সেকথা কোয়েল নিজেই জানিয়েছেন। রীতি যেমন সাজগোজ করতে পছন্দ করেন ব্যক্তিগত জীবনে তিনি তাঁর একদম উল্টো।
কোয়েল রানিগঞ্জের মেয়ে, জন্ম থেকে পড়াশুনো ও বেড়ে ওঠা সেখানেই। কোয়েলের পরিবারে রয়েছে কোয়েল, তাঁর মা ও দিদি। কোয়েল প্রথমে গান্ধী মেমোরিয়াল হাই স্কুল থেকে পড়াশুনা করেন, পরে টিবিডি কলেজে অ্যাকাউন্টেন্সিতে স্নাতক ডিগ্রী লাভ করেন। অভিনয়ের জগতে না আসলে কোয়েলের এমবিএ করার ইচ্ছে ছিল। অভিনয়ের প্রতি তাঁর ভালবাসাই তাকে কলকাতা নিয়ে এসেছে। কোয়েল জানিয়েছেন, তাঁর মা তাকে ছোটোবেলা থেকেই অভিনয় করা নিয়ে খুব সাপোর্ট করতেন।
পড়াশুনা শেষ করে কোয়েল কলকাতার একটি অভিনয় শিক্ষা কেন্দ্রে ভর্তি হন। তার পর বিভিন্ন জায়গায় অডিশন দিতে দিতে দূরদর্শনে কাজের সুযোগ পান। দূরদর্শনে কোয়েলের ‘দিশা’ সিরিয়ালে তাঁর অভিনয় সবার দৃষ্টি আকর্ষন করে নেয়। এর পর তাকে আর পেছনে তাকিয়ে দেখতে হয় নি। একের পর এক সেরা ছবিতে অভিনয় করেছেন। তাঁর করা কিছু ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘নেমপ্লেট’, ‘ব্ল্যাক কফি’ ‘আত্মজা’ প্রমুখ। শিগগিরই মুক্তির অপেক্ষায় রয়েছে নতুন ছবি ‘বিপ্লব আজ ও কাল’। কথা প্রসঙ্গে কোয়েল জানিয়েছেন, ‘ব্ল্যাক কফি’ ছবিতে কাজ করার সময় শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করেছে।