প্রথমবার বাংলা ছবিতে কোনও মারাঠি চলচ্চিত্রের তারকাকে দেখতে পাওয়া যাবে। ছবির নাম ‘ভামিনী’। মারাঠি তারকা উমাকান্ত পাটিল-এর এটি প্রথম অন্য ভাষার কাজ। এর আগে তাঁকে জাোয়ান, গাঙ্গুবাই কাঠিয়াওয়াদি, সারকাস, সিম্বা এবং মালাঙ্গের মতো ছবিতে কাজ করতে দেখা গেছে। তাছাড়াও এই ছবিতে প্রথমবারের জন্য প্রিয়াঙ্কা এবং তথাগতকে জুটি বাঁধতে দেখা যাবে। এই ছবিতে দর্শকদের জন্য একাধিক চমক অপেক্ষা করছে। প্রথমবার এই ছবিতে প্রিয়াঙ্কা গমীরা নর্তকী রূপে ধরা দেবেন। অভিনেত্রীকে এর আগে কখনও কোনও বাংলা চলচ্চিত্রের এইরূপে দেখতে পাওয়া যায়নি। ছবির প্রধান চরিত্র অর্থাৎ নৃত্যকলার সঙ্গে জড়িত।
সিনেমার প্রধান চরিত্র সুহিতা একজন কলেজের অধ্যাপিকা। তার বাড়িতে তিনজন মেয়ে আশ্রিতা বাহা, মুন্নি আর মেঘা সকলে মিলে “গমীরা” নাচের দল চালায়। আর সেই গমীরার আড়ালে সমাজের বিভিন্ন অসামাজিক কাজের বিরুদ্ধে তারা লড়াই করে। হঠাত নিয়ম বহির্ভূত ভাবে শহরে এক ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এর উপর। যার প্রভাবে ধীরে ধীরে অনেক বাচ্চা মেয়ে ও মহিলা মারা যেতে থাকে। এর বিরুদ্ধে লড়াই শুরু করে সুহিতা ও তার দল। তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সুহিতার বন্ধু ও কলিগ কমল আর স্পেশাল পুলিশ অফিসার ইন্দ্র। সুহিতারা কি পারবে এই চক্রের মাথা কে খুঁজে বের করতে, সেই নিয়েই ছবির মূল গল্প।