বিমান ছাড়তে দেরি হওয়ায় বেশ কয়েক ঘণ্টা বিমানবন্দরে আটকে রইলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। কিন্তু অভিনেত্রীর দাবি, তাকে সহ একদল যাত্রীকে একপ্রকার আটকে রাখা হয়েছিল এরোব্রিজের মধ্যে। এই ঘটনা ইনস্টাগ্রামে শেয়ার করলেও তিনি কোন এয়ারলাইন্সের বিমানে বা কোথায় এই প্রকার হয়রানির স্বীকার হয়েছিলেন তা উল্লেখ করেননি রাধিকা। তবে তিনি লিখেছেন বিমান ছাড়তে দেরি হচ্ছিল। কিন্তু তিনি দাবি করেন বিমান পরিবহন সংস্থা যাত্রীদের এরোব্রিজের মধ্যেই আটকে রাখেন। টয়লেটে পর্যন্ত যেতে দেন নি। রাধিকা লিখেছেন, সকাল সাড়ে আটটায় তার উড়ান ছিল। কিন্তু ১০টা ৫০ বেজে গেলেও তিনি বিমানে উঠতে পারিনি। কিন্তু বিমান সংস্থা যাত্রীদের এরোব্রিজের মধ্যে একপ্রকার বন্দি করে রেখছে। যাত্রীদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষও রয়েছেন।
নিরাপত্তাকর্মীরা এরোব্রিদের দরজা খুলছেন না।কিন্তু কেন দরজা খোলা হবে না কার কোনও যুক্তিও নিরাপত্তা কর্মীদের কাছে ছিল না। ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছেন রাধিকা। রাধিকার দাবি, বিমানসংস্থা যাত্রীদের জানিয়েছিল ঘণ্টাখানেক তাদের অপেক্ষা করতে হবে। বিমান ছাড়তে দেরির কারণ বলা হয়েছে বিমানের ক্রু বদল হবে। নতুন ক্রু টিম আসার পরেই বিমান ছাড়বে। কিন্তু নতুন ক্রু টিম আসেনি। এনিয়ে তিনি লিখেছেন, আসলে ওদের ক্রুরা আসেনি। তাই কখন বিমান ছাড়বে তা জানা যাচ্ছে না। তিনি জানান, এক মহিলা কর্মীর সঙ্গে তিনি কথা বলতে পেরেছিলেন। কিন্তু তিনি বললেন কোনও সমস্যা হয়নি। অথচ তাদের বন্দি থাকতেই হচ্ছে।
উল্লেখ্য, রাধিকা আপ্তেকে সম্প্রতি শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস ছবিতে একটি ক্যামিও অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছে । সম্প্রতি মুক্তি পাওয়া ‘মেড ইন হেভেন ২’ ও ‘মিসের আন্ডারকভার’ ছবিতেও তাঁকে দেখা গিয়েছে।