উৎকর্ষ স্মল ফাইন্যান্সের সাথে আদিত্য বিড়লার অংশীদারীত্ব

আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড(এবিএইচআইসিএল)দেশের অন্যতম প্রধান ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কস্মল ফাইন্যান্সের সাথে তার ব্যাঙ্কাসুরেন্স পার্টনারশিপ করেছে। স্বাস্থ্য বীমা সহায়ক সংস্থা আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেড (এবিসিএল) আজ এই কথা ঘোষণা করেছে।

উল্লেখ্য,প্যান-ইন্ডিয়া নেটওয়ার্কের মাধ্যমে এবিএইচআইসিএল তার গ্রাহকদের কাছে স্বাস্থ্য বীমা পরিষেবা প্রদান করবে।উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের সাথে এই জোটের মাধ্যমে আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স ১৯টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৬৪২টি শাখার ২.৭ মিলিয়নেরও গ্রাহকের পরিষেবা প্রদান করবে। আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির ভারতে ১৭৫টি শাখা রয়েছে। যা দেশের ২,৮০০টিরও বেশি শহরে বিস্তৃত। একটি বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ৯,৫০০ টিরও বেশি হাসপাতালের স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করে আদিত্য বিড়লা হেলথ।

এই নতুন পার্টনারশিপের ফলে দেশব্যাপী ৫১,১২০টি বিক্রয় এজেন্ট সহ আদিত্য বিড়লার ব্যাঙ্কাসুরেন্সের পার্টনারশিপের সংখ্যা হয়ে দাঁড়ালো ১২।আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্সের সিইও মায়াঙ্ক বাথওয়াল বলেন, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের সাথে আমাদের এই জোট ব্যাঙ্কের গ্রাহকদের ক্ষমতায়ন করতে সাহায্য করবে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *