দীর্ঘ সময় পর মিসেস ওয়ার্ল্ডের মুকুট পেলো ভারত

দীর্ঘ সময় পর ভারত পেলো খেতাব, ২১ বছরের খরা কাটিয়ে ভারতে ফিরল মিসেস ওয়ার্ল্ডের ক্রাউন। শিয়রে সাফল্যের পালক জুড়লেন সরগম কৌশল। আন্তর্জাতিক মঞ্চে আরও একবার লেখা হল ভারতের নাম৷ লাস ভেগাসে মিসেস ওয়ার্ল্ডের আসরে ভারতীয় সুন্দরীর মাথার উঠল বিশ্ব সেরার মুকুট৷ তাঁকে ক্রাউন পরিয়ে বরণ করে নেন মিসেস ওয়ার্ল্ড ২০২১ শ্যালিন ফোর্ড (আমেরিকা)।

৬৩টি দেশের বাছাই করা সুন্দরীদের হারিয়ে সেরার সেরা হয়েছেন ভারতের সরগম কৌশল। এদিন মিসেস ইন্ডিয়ার অফিসিয়াল পেজ থেকে সরগমের ছবি আপলোড করে এই খবর জানানো হয়৷ সেখানে লেখা হয়েছে, “দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ২১ বছর পর দেশে ফিরল ক্রাউন।” সরগমকে দেখা গিয়েছে বেবি পিঙ্ক রঙের শিমারি গাউনে৷ মুখে স্মিত হাসি৷ হাত জোড় করে সকলের শুভেচ্ছা চাইলেন তিনি। সরগমকে অভিনন্দন জানিয়েছে নেটিজেনরা৷ সেলেবরাও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব সুন্দরীকে৷

বছর ৩২-এর এই মডেল আদতে জম্মুর বাসিন্দা। ১৯৯০ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম তাঁর৷ জম্মুর গান্ধী নগরের প্রেজেন্টেশন কনভেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সিটি উইমেন্স কলেজ থেকে ইংরাজি সাহিত্য নিয়ে পাস করেন সরগম৷ এরপর জম্মু ইউনিভার্সিটি থেকে ইংরাজিতে স্নাতকোত্তর ডিগ্রি পান। সরগম এখন মুম্বইয়ের বাসিন্দা৷ তাঁর স্বামী অদিত্য মনোহর শর্মা ভারতীয় নেভির লেফটেন্যান্ট কমান্ডার।

By Priyanka Bhowmick

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *