ফের শোকের ছায়া বিনোদন জগতে। মাত্র ২২ বছর বয়সে প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আমন জয়সওয়াল। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন আমন। অডিশন দিতে যাওয়ার পথেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে খবর।
‘ইন্ডিয়া টুডে ডিজিটাল’কে ‘ধরতিপুত্র নন্দিনী’-র লেখক ধীরাজ মিশ্র খবরটি কনফার্ম করেছেন। জানা গিয়েছে, যখন এই ঘটনা ঘটে তখন আমন অডিশন দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে যোগেশ্বরী হাইওয়েতে। যেখানে তাঁর বাইকটির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেতার। গল্পকার ধীরাজ মিশ্র তাঁর সোশ্যাল মিডিয়ায় আমনকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘তুমি সারাজীবন আমাদের স্মৃতিতে থাকবে। ঈশ্বর কখনও কখনও কতটা নিষ্ঠুর হতে পারেন, আজ তোমার মৃত্যু আমাকে সেটা বুঝিয়ে দিল। বিদায়।’
আমন জয়সওয়াল উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। ‘ধরতিপুত্র নন্দিনী’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সোনি টিভির পুণ্যশ্লোক অহল্যাবাঈ সিরিয়ালে যশবন্ত রাওয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন আমন। ২০২১ সালের জানুয়ারি থেকে অক্টোবর ২০২৩ পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল ধারাবাহিকটি৷ একজন মডেল হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন আমন। এ ছাড়াও রবি দুবে এবং শগুন মেহেতার ‘উদরিয়া’-য়ও অভিনয় করতে দেখা গেছে তাকে।