পাঁচবছর মেয়াদী পার্টনারশিপে আবদ্ধ হল এএইচটি ও স্মাইল ট্রেন ইন্ডিয়া

ইনফোসিসের কো-ফাউন্ডার কে দীনেশ ও তাঁর পরিবারের আর্থিক সহায়তাপুষ্ট একটি ব্যাঙ্গালোর ভিত্তিক চ্যারিটেবল অর্গানাইজেশন ‘আশ্রয় হাস্থা ট্রাস্ট’ ও দেশের বৃহত্তম ক্লেফট সংক্রান্ত এনজিও ‘স্মাইল ট্রেন ইন্ডিয়া’ এক পাঁচবছর মেয়াদী পার্টনারশিপে আবদ্ধ হল। এই পার্টনারশিপের উদ্দেশ্য হল ভারতে ক্লেফট কেয়ারের ক্ষেত্রে উন্নতমানের পরিষেবা প্রদান করা। এই পার্টনারশিপের শর্তানুসারে আশ্রয় হাস্থা ট্রাস্ট ১০,০০০ ক্লেফট সার্জারি, ৫টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সেফটি মেডিক্যাল ইকুইপমেন্ট প্রদান করবে স্মাইল ট্রেন ট্রিটমেন্ট সেন্টারগুলিতে, যেগুলির মধ্যে থাকবে মধ্য প্রদেশ, বিহার, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, উত্তরাখন্ড এবং জম্মু ও কাশ্মীর।

উভয়ের পার্টনারশিপ অনুসারে সাতটি রাজ্যে ক্লেফট সংক্রান্ত যাবতীয় চিকিৎসার প্রতি বিশেষ নজর দেওয়া হবে। ডিব্রুগড়ের সৃষ্টি হসপিটালস অ্যান্ড রিসার্চ সেন্টারে আগামী ৫ বছরে স্মাইল ট্রেন ক্লেফট প্রোগ্রামের আওতাভুক্ত সকল ক্লেফট সার্জারি এই পার্টনারশিপের অধীনে চালিত হবে।

স্মাইল ট্রেনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড রিজিয়োনাল ডিরেক্টর ফর এশিয়া, মমতা ক্যারল ও আশ্রয় হাস্থা ট্রাস্টের ট্রাস্টি শ্রীমতি আশা দীনেশ আশা প্রকাশ করে বলেছেন, তাদের এই পার্টনারশিপ ক্লেফট-যুক্ত শিশুদের মুখে হাসি ফোটাতে সক্ষম হবে এবং ক্লেফট সংক্রান্ত চিকিৎসা ও সার্জারির ক্ষেত্রে নতুন দিগন্তের দ্বার উন্মোচন করবে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *