এয়ারটেল, বাজাজ ফাইন্যান্স ভারতের বৃহত্তম ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম তৈরি করতে হাত মিলিয়েছে

ভারতের অন্যতম বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদাতা, ভারতী এয়ারটেল ও দেশের বৃহত্তম বেসরকারি নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি (NBFC), বাজাজ ফাইন্যান্স, আর্থিক পরিষেবার জন্য ভারতের অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্ম তৈরি করতে এবং প্রত্যেকের হাতের নাগালে পরিষেবা পৌঁছে দিতে এক কৌশলগত অংশীদারিত্বের কথা আজ ঘোষণা করেছে। এই অভিনব অংশীদারিত্বের মাধ্যমে এয়ারটেলের ৩৭ কোটি ৫ লক্ষ অত্যন্ত সক্রিয় গ্রাহক, ১২ লক্ষ+ শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং বাজাজ ফাইন্যান্সের ২৭টি বৈচিত্র্যময় প্রোডাক্ট লাইন ও ৫,০০০+ ব্রাঞ্চ ও ৭০,০০০ জন ফিল্ড এজেন্টের ডিস্ট্রিবিউশন ক্ষমতা একত্রিত হয়েছে। নিরাপদ ও নিরবচ্ছিন্ন গ্রাহক অভিজ্ঞতার জন্য এয়ারটেল প্রথমে বাজাজ ফাইন্যান্সের রিটেল ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলি তাদের এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে উপলব্ধ করবে এবং পরে সারা দেশের স্টোরেও এই প্রোডাক্টগুলি পাওয়া যাবে। এয়ারটেল ও বাজাজ ফাইন্যান্সের ডিজিটাল সম্পত্তির সম্মিলিত শক্তি কোম্পানি দুটির আর্থিক পরিষেবা ও প্রোডাক্টের ব্যবহার আরও বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে।

ভারতী এয়ারটেলের ভাইস চেয়ারম্যান ও এমডি, শ্রী গোপাল ভিট্টল, বলেন, “এয়ারটেল ও বাজাজ ফাইন্যান্স, এই দেশের দুটি নির্ভরযোগ্য নাম, একসাথে আর্থিক প্রয়োজনীয়তার এক বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওর সাথে লক্ষ লক্ষ ভারতবাসীকে ক্ষমতা প্রদানের স্বপ্ন দেখেছে। এই দুই কোম্পানির সম্মিলিত বিস্তার, আকার ও ডিস্ট্রিবিউশন ক্ষমতা এই অংশীদারির ভিত হিসাবে কাজ করবে এবং বাজারে আমাদের সাফল্যলাভে সহায়ক হবে। এই গ্রুপের কৌশলগত সম্পদ হিসাবেই আমরা এয়ারটেল ফাইন্যান্সকে গড়ে তুলছি এবং এই ব্যবসায় বিনিয়োগ করা ও একে বাড়িয়ে তোলার কাজ চালিয়ে যাব। বর্তমানে আমরা ১০ লক্ষের বেশি গ্রাহকের ভরসার পাত্র আর আমাদের লক্ষ্য হল আমাদের গ্রাহকদের যেকোনো আর্থিক প্রয়োজনীয়তার জন্য এয়ারটেল ফাইন্যান্সকে সামগ্রিক পণ্যশালায় পরিণত করা।”

বাজাজ ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর, শ্রী রাজীব জৈন বলেন, “ডেটা ব্যবহার করে ঋণগ্রহীতার ঋণ গ্রহণের যোগ্যতা নির্ণয় প্রক্রিয়া এবং আর্থিক অন্তর্ভুক্তির অন্তঃস্থলে রয়েছে ভারতের ডিজিটাল ইকোসিস্টেম। এয়ারটেলের সাথে আমাদের পার্টনারশিপ শুধুমাত্র ভারতের সর্ব-অন্তর্ভুক্ত ডিজিটাল পরিকাঠামোর সুবিধা দেবে তাই নয়, সেইসঙ্গে ভারতের সেরা ও সবথেকে বিশ্বাসযোগ্য দুটি ব্র্যান্ডের দক্ষতা ও প্রসারকেও একত্রিত করবে। এয়ারটেলের সাথে আমরা ভারতে আর্থিক সহায়তাদাতার প্রথম পছন্দে পরিণত হতে চাই এবং প্রত্যন্ত অঞ্চলগুলিতেও লক্ষ লক্ষ মানুষের কাছে আর্থিক পরিষেবা পৌঁছে দিতে চাই। এয়ারটেলের হাত আমরা এমন এক সময়ে ধরেছি যখন বাজাজ ফাইন্যান্স এআই-এর ক্ষমতা ব্যবহার করে নিজেদের কর্মদক্ষতা বাড়ানো ও গ্রাহককে আরও উন্নত অভিজ্ঞতা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।”

এখনও পর্যন্ত, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে বাজাজ ফাইন্যান্সের দুটি প্রোডাক্ট পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। মার্চের মধ্যে বাজাজ ফাইন্যান্সের চারটি প্রোডাক্ট এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের গ্রাহকদের কাছে উপলব্ধ হয়ে যাবে। এর মধ্যে রয়েছে গোল্ড লোন, বিজনেস লোন, একটি কো-ব্র্যান্ডেড ইন্সটা ইএমআই কার্ড ও পার্সোনাল লোন। এই ক্যালেন্ডার বর্ষের মধ্যে এয়ারটেল আস্তে আস্তে বাজাজ ফাইন্যান্সের প্রায় ১০টি আর্থিক প্রোডাক্ট নিয়ে আসবে।

এয়ারটেল গ্রাহকরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে এয়ারটেল-বাজাজ ফিনসার্ভ ইন্সটা ইএমআই কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন এবং পরে তা সারা দেশের স্টোর থেকে পাওয়া যাবে। এয়ারটেল-বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ড বাজাজ ফাইন্যান্স গ্রাহকদের কাছে উপলব্ধ একগুচ্ছ অফার দেয়। এটি ব্যবহার করলে ৪,০০০ এর বেশি শহরে ১.৫ লাখের বেশি পার্টনার স্টোরে ইলেকট্রনিকস, আসবাব ও মুদিখানার বাজারের মত বিভিন্ন সামগ্রী কেনার সময় সুবিধা অনুযায়ী পরিবর্তন করার মত ইএমআই বিকল্প ও পেমেন্ট প্ল্যান পাওয়া যাবে। এছাড়াও, এই কো-ব্র্যান্ডেড কার্ড বিভিন্ন প্ল্যাটফর্মে ই-কমার্স লেনদেনেও প্রয়োগ করা যাবে। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে গ্রাহকরা এখন নিরাপদ গোল্ড লোনও পাবেন, ফলে ঋণ পরিষেবার সাথে সদ্য পরিচিত হওয়া গ্রাহকেরা সহজেই আর্থিক সহায়তা পাবেন এবং প্রথাগত অর্থ ব্যবস্থার সাথে যুক্ত হতে পারবেন। এই পার্টনারশিপের অংশ হিসাবে উভয় কোম্পানিই আইন, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত নিয়ম কঠোরভাবে মেনে চলবে এবং গ্রাহককে নিরবচ্ছিন্ন পরিষেবা দিতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে।

By Business Bureau