করোনা মহামারীর কাঁটা পেরিয়ে অবশেষে মুক্তি পেলো বলিউডের বহু প্রতীক্ষিত ছবি। এই ছবির হাত ধরেই এই প্রথমবার বড় পর্দায় জুটি বেঁধেছেন এই অভিনেতা ও অভিনেত্রী। কথা হচ্ছে খিলাড়ি কুমার ও বাণী কাপুরের প্রথম ছবি বেল বটম নিয়ে। গতকাল মঙ্গলবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বেল বটমের ট্রেলার। এই আগামী ১৯শে অগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি। আশির দশকের প্রেক্ষাপটে সাজানো পরিচালক রণজিত এম তিওয়ারির স্পাই থ্রিলার বেল বটম। ১৯৮৪ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। প্লেন হাইজ্যাককে কেন্দ্র করেই ছবির গল্প। অপারেশন ব্লুস্টার হয়, হত্যা করা হয় ইন্দিরা গান্ধীকে। একজন ‘র’ এডেন্টের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। ছবিতে প্রথমবার ফুটে উঠবে অক্ষয় কুমার ও বাণী কাপুরের রোম্যান্স। যশরাজ ফিল্মসের ব্যানারের বাইরে এটিই বাণী কাপুরের প্রথম ছবি। অক্ষয়-বাণী ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন লারা দত্তা, হুমা কুরেশি, জ্যাকি ভগনানি সহ অন্যান্যরা। অক্ষয় আগেই জানিয়েছেন এই ছবি কোনও ফিল্মের রিমেক নয়। সত্য ঘটনা অবলম্বনে তৈরি চিত্রনাট্য।
এই ছবির অন্যতম চমক অভিনেত্রী লারা দত্ত। তাঁকে প্রথমবার পর্দায় দেখে চিনতেই পারেননি দর্শক। তৎকালীন প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রস্থেটিক মেকআপে একেবারে চমকে যাওয়া লুকে ধরা দিয়েছেন লারা। চেনা দায় হয়ে উঠেছে তাঁকে।