কোরোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দেশ। প্রাণ গেছে বহু মানুষের। চারিদিকে শুধু হাহাকার চিত্র। এই পরিস্থিতিতে এর আগেও বহুবার সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। কঠিন পরিস্থিতির আবারও মানুষের পাশে দাঁড়ালেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। করোনায় ক্ষতিগ্রস্ত বলি ইন্ডাস্ট্রির নৃত্যশিল্পীদের পাশে দাঁড়ালেন খিলাড়ি। জানা গিয়েছে, লকডাউনে প্রায় ৩৬০০ নৃত্যশিল্পীকে সাহায্য করবেন তিনি। নৃত্যশিল্পীদের রেশনের ব্যবস্থা করলেন তিনি। নৃত্যশিল্পীদের রেশনের ব্যবস্থা করে মহত্ত্বের পরিচয় দিয়েছেন অক্ষয়। এই তালিকায় রয়েছে ১৬০০ জুনিয়ার কোরিওগ্রাফার ও বয়ষ্ক নৃত্যশিল্পী এবং ২০০০ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। আর যারা রেশন নিতে চান না, তাঁরা টাকাও নিতে পারবেন। এই সিদ্ধান্ত পুরোপুরি তাঁদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে টুইঙ্কল ও অক্ষয় করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করছেন।