ভ্যালেন্টাইন’স ডে-এর গিফট মানেই ফুল এবং চকোলেট। কিন্তু প্রিয়জনের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বছর এই চিরাচরিত প্রথা ভেঙে আমন্ড বাদামকে উপহারের শীর্ষ তালিকায় রাখার কথা বিবেচনা করা যেতে পারে।
আমন্ড বাদাম হল জিঙ্ক, ফোলেট, আয়রন, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন ইত্যাদির মতো ১৫টি পুষ্টির একটি প্রাকৃতিক উৎস। যা রক্ত পরিচালনায় সাহায্য করার পাশাপাশি হৃদরোগ, ত্বকের স্বাস্থ্য এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। তাই এই বছর ভ্যালেন্টাইন্স ডে-তে আমন্ড বাদামই হয়ে উঠুক ভালবাসার উপহার।
অভিনেত্রী সোহা আলি খান বলেন, ভ্যালেন্টাইন’স ডে হল আমাদের প্রিয়জনদের প্রতি ভালোবাসা ও স্নেহ দেখানোর একটি বিশেষ উপলক্ষ। তাই এইদিনে আমন্ড বাদামের থেকে সেরা উপহার আরকিছু হতে পারেনা।