সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য আমন্ড বাদাম

সুস্বাস্থ্য এবং সুস্থ ত্বকের জন্য স্বাস্থ্যকর খাদ্যতালিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই বেশির ভাগ ভারতীয় মহিলাই সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য আমন্ড বাদাম খেতে পছন্দ করেন। সম্প্রতি এমনটাই উঠে এসেছে ইউগভের এক সমীক্ষায়। ৭-২২ ডিসেম্বরের মধ্যে এই সমীক্ষা চালায় ইউগভ।দেশব্যাপী ৩,৯৫৯ জন মহিলার মধ্যে এই সমীক্ষা চালায় ইউগভ। সমীক্ষায় দেখা গেছে যে ৬৬% মহিলা মনে করেন ভিটামিন ই ত্বকের জন্য গুরুত্বপূর্ণ।

 অর্থাৎ  স্কিন কেয়ার হিসেবে ভারতীয় মহিলাদের প্রথম পছন্দ ভিটামিন ই যুক্ত আমন্ড বাদাম। তাই ৫৯% মহিলা প্রতিদিন বাদাম খান, হয় ভিজিয়ে বা কাঁচা।সমীক্ষায় দেখা গেছে যে প্রকৃতপক্ষে যারা ৬ মাসেরও বেশি সময় ধরে বাদাম খাচ্ছেন তারা ইতিবাচক রিপোর্ট করেছেন যেমন- তাঁদের  ত্বকের উজ্জ্বলতা যারা ইদানীং বাদাম খাওয়া শুরু করেছেন তাদের থেকে বেশি।

স্কিন এক্সপার্ট এবং কসমেটোলজিস্ট ডাঃ গীতিকা মিত্তাল গুপ্ত বলেন, আমন্ড বাদামে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। একদিকে যেমন ত্বকের বার্ধক্যজনিত প্রভাব রুখতে সাহায্য করে তেমনি অপর দিকে পোস্টমেনোপজাল মহিলাদের মুখের বলিরেখা দূর করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *