প্রেম দিবসের প্রাক্কালে সবাই সম্পর্কের রসায়নে টক ঝাল মিষ্টির ভারসাম্য খুঁজছে। ঠিক এই সময় অরিত্র সেনগুপ্ত তাঁর কণ্ঠ দিয়ে ভালোবাসার মিষ্টতাকে আরও একটু বাড়িয়ে তুলতে নিয়ে এলেন নতুন গান ‘আলোর মেঘ’। সম্পর্কের সূক্ষ্মতাকে নিপুণ ভাবে তুলে ধরতে তাঁর এই ভিডিও অ্যালবামে অভিনেত্রী হিসেবে বেছে নিয়েছেন দর্শনা বণিককে।
এর আগে এঞ্জেল ডিজিটাল থেকে অরিত্রর রবীন্দ্র সংগীতের অ্যালবাম মুক্তি পায়। এছাড়াও তিনি বহু গানের কভার করেছেন এবং প্রায়শই বাংলার বিভিন্ন মঞ্চে তাঁর গান পরিবেশন করেন।ছোটবেলায় বাবা সুব্রত সেনগুপ্তের কাছে প্রথম গানের শিক্ষা। অরিত্রর বাবা নিজে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হওয়ার দরুণ পারিবারিক আবহে গানের সঙ্গে ওতপ্রোত ভাবে বেড়ে ওঠা। ক্রমে বাবার সঙ্গে নানা জায়গায় মঞ্চানুষ্ঠান থেকে নিজের একক অনুষ্ঠান, অরিত্র গানের জগতে স্বকীয় পরিচয়ের ছোট ছোট ছাপ রেখে চলেছেন।
‘আলোর মেঘ’-এর পর তাঁর আরও বেশ কিছু মৌলিক কথা ও সুর অ্যালবামের আকারে আসছে খুব তাড়াতাড়ি।‘আলোর মেঘ’ গানটির সুরকার তমালিকা গোলদার, গেয়েছে অরিত্র সেনগুপ্ত। কিবোর্ড, গিটার, প্রোগ্ৰামিং-এ দেবদীপ বণিক, সরোদে শুভ্রজ্যোতি সেন, এসরাজে সম্পৃতা বসু । ভিডিওটিতে অভিনয় করেছেন দর্শনা বণিক, রাহুল বসাক এবং সিদ্ধিক্ষা চক্রবর্তী। ভিডিওটি পরিচালনা করেছেন প্রশান্ত সিংহ।