বিজনেস কাস্টমারদের জন্য অ্যামাজন বিজনেস তাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘বিজনেস ভ্যালু ডেজ’ ঘোষণা করেছে। এই ইভেন্ট চালু থাকবে ২৫ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত। এই ইভেন্ট চলাকালীন এন্টারপ্রাইজ কাস্টমারদের অভাবনীয় ডিলস ও অফারের সুবিধা দেওয়া হবে। যেসব প্রোডাক্টে এই সুবিধা দেওয়া হবে সেগুলির মধ্যে রয়েছে স্মার্টওয়াচ, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স, ল্যাপটপ, অফিস ফার্নিচার, সিকিউরিটি ক্যামেরা, স্মার্ট টিভি, ইত্যাদি।
এন্টারপ্রাইজ কাস্টমারগণ ২৫০০ টাকার অধিক প্রিপেড অর্ডারের ক্ষেত্রে ৫০০ টাকা অবধি ১০% ক্যাশব্যাকের সুবিধা পাবেন। বিজনেস কাস্টমারগণ ল্যাপটপ ও মনিটরে ৬০% অবধি ছাড়, স্মার্টওয়াচে ৭৫% অবধি ছাড় পাবেন। হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স, ডেকর ও ফার্নিশিং প্রোডাক্ট এবং অন্যান্য হোম ইমপ্রুভমেন্ট প্রোডাক্টে তারা ৭০% অবধি ছাড় পাবেন। এছাড়াও, তারা স্মার্ট টিভি-তে ৬৫% অবধি এবং এসি ও ওয়াশিং মেশিনে ৬০% পর্যন্ত ছাড় পাবেন।
এন্টারপ্রাইজ কাস্টমারদের ব্যবসায়িক কেনাকাটা আরও সুবিধাজনক হয়ে উঠবে, কারণ তারা অন্যান্য ফিচার যেমন মাল্টি-ইউজার অ্যাকাউন্ট, পে লেটার, বিল টু শিপ টু ও অ্যাপ্রুভালস ব্যবহার করতে পারবেন। বিজনেস ভ্যালু ডেজ-এর মাধ্যমে এন্টারপ্রাইজ কাস্টমারগণ বর্তমান মূল্যে টপ ক্যাটাগরির ১৯ কোটিরও বেশি জিএসটি-গ্রাহ্য প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। এর ফলে ১০ লক্ষেরও বেশি সেলার একলপ্তে তাদের প্রোডাক্ট ব্যবসায়ীদের কাছে বিক্রয় করার সুযোগ পাবেন।২০১৭ সালে লঞ্চের পর থেকে অ্যামাজন বিজনেস তাদের কাস্টমারদের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় সচেষ্ট রয়েছে। এই সেল ইভেন্ট সকল অ্যামাজন বিজনেস কাস্টমারদের আকর্ষণীয় ডিলস ও অফারের সুবিধা দিয়ে তাদের স্বল্পমূল্যে পণ্য সংগ্রহ করার সুযোগ এনে দেবে।