সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য অ্যামাজনের উদ্যোগ

অ্যামাজন ইন্ডিয়া ‘ডেলিভারিং স্মাইলস’ উদ্যোগের সূচনা করল। ভারতে বর্তমানে চলতে থাকা ‘ডিজিটাল ডিভাইড’ দূরীকরণের জন্য ও সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলির শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য অ্যামাজন ইন্ডিয়ার এই উদ্যোগ। এই উদ্যোগের আওতায় অ্যামাজন সুবিধাবঞ্চিত তরুণ শিক্ষার্থীদের মধ্যে ২০,০০০ ডিজিটাল ডিভাইস বন্টন করবে। এজন্য ১৫০টিরও বেশি বড় ও ছোটো অলাভজনক সংস্থার সঙ্গে পার্টনারশিপে আবদ্ধ হয়েছে অ্যামাজন ইন্ডিয়া। এর ফলে উপকৃত হবে ১০০,০০০ জন পড়ুয়া ।

এছাড়া, গ্রাহক ও কর্মীদের উৎসাহিত করে আবেদন জানানো হবে তারা যেন নগদ টাকা অথবা তাদের ব্যবহৃত মোবাইল ফোন দান করেন। দানের মাধ্যমে সংগ্রহ করা ফোনগুলি ‘রিফার্বিশ’ করে ডিজিটাল লার্নিং ডিভাইস হিসেবে তরুণ পড়ুয়াদের মধ্যে বন্টন করা হবে। গ্রাহকরা তাদের পুরনো মোবাইল ফোন অনলাইনে দান করতে পারবেন। এগুলি ‘রিফার্বিশ’ করে ভারতের অগ্রণী অলাভজনক সংস্থা ‘গুঞ্জ্‌’কে দেওয়া হবে অসংখ্য তরুণ-বয়সীদের মধ্যে বন্টনের জন্য। ‘ডেলিভারিং স্মাইলস’ উদ্যোগের মাধ্যমে অ্যামাজন ইন্ডিয়া সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে সরাসরি ডিজিটাল ডিভাইস বন্টন করবে। দানের অর্থ সংগ্রহ করার জন্য ‘অ্যামাজন পে’ ও ‘গিভইন্ডিয়া’র মধ্যে চুক্তি হয়েছে। সংগৃহিত অর্থ ব্যয় করা হবে পড়ুয়াদের জন্য নতুন ডিভাইস, ডেটা কার্ড ও ডিজিটাল অ্যাক্সেসরিজ ক্রয়ের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *