আসামে অ্যামাজনের নতুন ডেলিভারি স্টেশন

গুয়াহাটিতে অ্যামাজন ইন্ডিয়া একটি নতুন ডেলিভারি স্টেশন স্থাপন করল। অ্যামাজনের ডেলিভারি নেটওয়ার্ককে আরও প্রসারিত করবে ১০ হাজার বর্গফুট এলাকাজুড়ে অবস্থিত এই ডেলিভারি স্টেশন। এই স্টেশনের মাধ্যমে শুধু গুয়াহাটি শহর নয়, সেইসঙ্গে সোনাপুর, হাতিগাঁও, বেলতলা ও আমবাড়ির মতো এলাকাগুলিতেও দ্রুত ডেলিভারি দেওয়া সম্ভব হবে। নতুন ডেলিভারি স্টেশন চালু করার মধ্য দিয়ে অ্যামাজন ইন্ডিয়া একদিকে যেমন প্রত্যন্ত এলাকাগুলিতে ডেলিভারি প্রদান নিশ্চিত করছে, তেমনই স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি করছে। অ্যামাজন ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরে তারা উত্তরপূর্বাঞ্চলে অ্যামাজনের নিজস্ব ও পার্টনার-চালিত ৮টি নতুন ডেলিভারি স্টেশন চালু করেছে, যার ফলে মরিগাঁও, ডিফু, বীরপুরিয়া ও করিমগঞ্জের মতো শহরগুলিতে ডেলিভারি প্রদান সহজতর হয়েছে।

বর্তমানে অ্যামাজনের নিজস্ব ও ডেলিভারি সার্ভিস পার্টনার-চালিত ৬৫টি কেন্দ্র রয়েছে এই অঞ্চলে, যেগুলির মাধ্যমে ৩৮০টিরও বেশি পিনকোড এলাকায় সরাসরি ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে। ডেলিভারি নেটওয়ার্ক প্রসারনের ফলে এই অঞ্চলের ছোটো শহরগুলির গ্রাহকদের কাছে পৌঁছানো যাচ্ছে এবং একদিন বা দুইদিনেই ডেলিভারি দেওয়া যাচ্ছে। বিগত বছরগুলিতে অ্যামাজন উত্তরপূর্ব ভারতের ৮টি রাজ্যে তাদের উপস্থিতি মজবুত করতে পেরেছে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *