অ্যামাজনের প্রথম ডিজিটাল কেন্দ্র উদ্বোধন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। এক ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতে অ্যামাজনের প্রথম ডিজিটাল কেন্দ্র স্থাপিত হল গুজরাটের সুরাটে। উপস্থিত ছিলেন অ্যামাজন ইন্ডিয়ার সিনিয়র ভিপি ও কান্ট্রি হেড অমিত আগরওয়াল এবং অ্যামাজন ইন্ডিয়ার ভিপি মনীশ তিওয়ারি। সুরাটে স্থাপিত অ্যামাজনের প্রথম ডিজিটাল কেন্দ্র সন্নিহিত অঞ্চলের হাজার হাজার এমএসএমই’কে সহায়তা প্রদান করবে।
২০২০ সালের জানুয়ারি থেকে অ্যামাজন এপর্যন্ত ভারতে ২.৫ মিলিয়ন এমএসএমই’কে ডিজিটাইজ করেছে, ৩ বিলিয়ন ডলার অঙ্কের পণ্য রপ্তানি করতে সাহায্য করেছে ও ৩০০,০০০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান-সহ ১ মিলিয়ন কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। অ্যামাজন ডিজিটাল কেন্দ্রগুলি ‘মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ’গুলিকে (এমএসএমই) ইকমার্সের সুবিধার ব্যাপারে এবং বিভিন্ন থার্ড-পার্টি সার্ভিসের ব্যাপারে অবহিতকরণের রিসোর্স সেন্টার হিসেবে কাজ করবে। ডিজিটাল এন্টারপ্রিনার হিসেবে কাজ করার সুবিধার জন্য এইসব সার্ভিসের মধ্যে থাকবে শিপিং ও লজিস্টিক সাপোর্ট, ক্যাটালগিং অ্যাসিস্ট্যান্স, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, জিএসটি ও ট্যাক্সেশন সাপোর্ট। ডিজিটাল কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য অ্যামাজন স্থানীয় পার্টনারদের সঙ্গে হাত মেলাবে। এরফলে লোকাল পার্টনাররা বাড়তি আয়ের সুযোগ পাবে এবং এমএসএমই-গুলিকে সচেতনতা জোগাতে এবং ই-কমার্স, এক্সপোর্ট মার্কেট বিষয়ে জানতে ও ব্যবসা বৃদ্ধিতে সহায়ক হবে।