তিন বিজয়ীর নাম ঘোষণা

নতুন ভারতীয় ব্যবসা ও স্টার্টআপ-গুলিকে অ্যামাজনের ই-কমার্স এক্সপোর্টস প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের সর্বত্র গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া এবং ভারতে গ্লোবাল ব্র্যান্ড সৃষ্টি করার লক্ষ্যে এবছরের গোড়ার দিকে ‘স্টার্টআপ ইন্ডিয়া হাব’-এ ‘অ্যামাজন গ্লোবাল সেলিং প্রপেল স্টার্টআপ অ্যাক্সিলারেটর’ লঞ্চ্‌ করা হয়েছিল। এবার অ্যামাজন ও ইনভেস্ট ইন্ডিয়া ‘অ্যামাজন গ্লোবাল সেলিং প্রপেল স্টার্টআপ অ্যাক্সিলারেটর’-এ অংশগ্রহণকারী বিজয়ীদের নাম ঘোষণা করল। এই প্রোগ্রামের সেরা তিন বিজয়ী স্লার্প ফার্ম, সিরোনা হাইজিন ও ওয়েলবিয়িং নিউট্রিশন একসঙ্গে ‘ইকুইটি ফ্রী গ্র্যান্ট’ হিসেবে ৫০,০০০ মার্কিন ডলার জিতে নিয়েছে অ্যামাজন থেকে। অ্যাক্সিলারেটর প্রোগ্রামে ভারতের স্টার্টআপ ও নতুন ব্যবসায়িক ক্ষেত্র থেকে বিপুল সাড়া মিলেছে। দেশের বিভিন্ন স্থান থেকে ৫০০টিরও বেশি এন্ট্রি এসেছিল।

সেরা ১০ জন ফাইনালিস্ট তাদের ‘বিজনেস প্রোপোজিশন’ পেশ করেন জুরিমন্ডলীর সামনে। জুরিদের প্যানেল নানারকম প্যারামিটারের ভিত্তিতে এন্ট্রিগুলির মূল্যায়ন করেছে। কানওয়ালজিৎ সিং (ফাউন্ডার ও ম্যানেজিং পার্টনার, ফায়ারসাইড ভেঞ্চার্স), সাক্ষী চোপরা (ম্যানেজিং ডিরেক্টর, সিকোইয়া ইন্ডিয়া), অভিজিৎ মজুমদার (হেড, অ্যামাজন সম্ভব ভেঞ্চার ফান্ড অ্যান্ড কর্পোরেট ডেভেলপমেন্ট, অ্যামাজন) ও আস্থা গ্রোভার (হেড, স্টার্টআপ ইন্ডিয়া হাব, ইনভেস্ট ইন্ডিয়া) ছিলেন জুরিদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *