২৩ সেপ্টেম্বর থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল

অ্যামাজন ডট ইন-এর উৎসবকালীন উদযাপন ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২’ অগণিত সেলার, স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস’ (এসএমবি) ও জনপ্রিয় ব্র্যান্ডগুলির একগুচ্ছ ডিল ও অফার নিয়ে উপস্থিত হয়েছে। এইসময় সেরা ব্র্যান্ডগুলির বিভিন্ন ক্যাটাগরির বিপুল পণ্যসম্ভারে গ্রাহকরা পাবেন আকর্ষণীয় ডিলের সুযোগ। গ্রাহকরা অ্যামাজন লঞ্চপ্যাড, অ্যামাজন সহেলি, অ্যামাজন কারিগর ইত্যাদি অ্যামাজনের বিভিন্ন প্রোগ্রামের সেলারদের প্রোডাক্টের সম্ভার এবং নামী ইন্ডিয়ান ও গ্লোবাল ব্র্যান্ডসমূহের পণ্যসম্ভার থেকেও কেনাকাটার সুবিধা পাবেন। এছাড়াও এসএমবি-গুলির তরফেও পাবেন আকর্ষণীয় অফারের সুবিধা।

গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলাকালীন গ্রাহকরা তাদের কেনাকাটার ক্ষেত্রে এসবিআই-সহ বিভিন্ন অগ্রণী পার্টনার ব্যাংকগুলির অফারের সুযোগ নিতে পারবেন। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে ১১ লক্ষেরও বেশি সেলার অ্যামাজন ডট ইন-এ অসংখ্য প্রোডাক্ট পেশ করছেন গ্রাহকদের জন্য, যেগুলি মধ্যে থাকছে ভারতীয় এসএমবি ও লোকাল শপগুলির নানারকম অভিনব প্রোডাক্ট। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে ২০০০-এরও বেশি প্রোডাক্ট লঞ্চ হবে এবং প্রচুর টপ ব্র্যান্ডের পণ্য থাকবে।

গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলাকালীন গ্রাহকরা ৭৫০০ টাকার পুরস্কার জয়ের সুযোগ পাবেন। এজন্য তাদের শুধু ‘অ্যামাজন পে’ ব্যবহার করে অ্যামাজন ডট ইন-এ কেনাকাটা করতে হবে বা বিল পেমেন্ট, ফোন রিচার্জ অথবা টাকা জমা করা ও পাঠানোর মতো কাজ করতে হবে। এভাবে ফেস্টিভ ডিলের সুবিধার মাধ্যমে প্রাপ্ত পুরস্কার গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে কেনাকাটার জন্য ব্যয় করা যাবে। প্রথম যারা ‘অ্যামাজন পে’ ব্যবহার করে বিল পেমেন্ট, রিচার্জ ইত্যাদি করবেন তারা ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন। অ্যামাজনে লেনদেন করার ক্ষেত্রে গ্রাহকরা তাদের পছন্দ অনুসারে আটটি ভাষা ব্যবহার করতে পারবেন।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *