অনেক সুবিধা পান অ্যামাজন প্রাইম মেম্বাররা

অ্যামাজন ইন্ডিয়ার সংগৃহিত এক তথ্য অনুসারে জানা যায়, তাদের প্রাইম মেম্বাররা এই প্রোগ্রামকে আপন করে নিয়েছেন প্রাত্যহিক জীবনে এর অনেক সুবিধার কারণে। কেনাকাটা ও মনোরঞ্জনের ক্ষেত্রে মেম্বারদের অনেক সুবিধা দেয় অ্যামাজন প্রাইম। কলকাতা ও শিলিগুড়ি-সহ দুর্গাপুর, হাওড়া হুগলী ও খড়গপুরের মতো ছোটো শহরগুলিতেও অ্যামাজন প্রাইম থেকে শপিং ও এন্টারটেনমেন্টের সুবিধাবলী উপভোগ করেন প্রাইম মেম্বাররা।

বছরে ৯৯৯ টাকা বা তিনমাসে মাত্র ৩২৯ টাকা দিয়ে প্রাইম মেম্বাররা খুব কমসময়ে অসংখ্য পণ্য ‘আনলিমিটেড ফ্রী ডেলিভারি’ পেতে পারেন ‘অ্যামাজন-ডট-ইন থেকে। অ্যামাজন প্রাইম ভিডিয়ো থেকে নতুন ও এক্সক্লুসিভ টিভি শো, জনপ্রিয় ভারতীয় ও হলিউড ফিল্ম, ইউএস টিভি সিরিজ, পুরস্কারজয়ী অ্যামাজন অরিজিনালস এবং আনলিমিটেড অ্যাড-ফ্রী মিউজিক ইত্যাদি অ্যামাজন প্রাইম মিউজিকে আলেক্সায় ডাউনলোড করে উপভোগ করা যায়। প্রাইম রিডিংয়ের মাধ্যমে মেম্বাররা আনলিমিটেড ই-বুকস পেতে পারেন। এছাড়া ১৮-২৪ বছরবয়সী গ্রাহকরা প্রাইম মেম্বারশিপের ‘ইউথ অফার’-এর মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ নিতে পারেন।

বিশ্বজুড়ে প্রাইমের সুবিধা ভোগ করছেন ২০০ মিলিয়নেরও বেশি ‘প্রাইম মেম্বার’। ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যামাজনের ডেলিভারি নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে অ্যামাজন-ডট-ইনে সেলারের সংখ্যা ৩২০০০-এরও বেশি। এই রাজ্যে অ্যামাজনের ৬টি ‘ফুলফিলমেন্ট সেন্টার’ ও দুইটি ‘সর্ট সেন্টার’ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *