৪ মে থেকে অ্যামাজন সামার সেল

ফিরে এলো অ্যামাজন ডট ইন-এর বহু প্রতীক্ষিত ‘সামার সেল’। ৪ মে থেকে আরম্ভ হওয়া সামার সেল চলাকালীন বিভিন্ন নামী ব্র্যান্ডের পণ্যসামগ্রী কেনাকাটায় প্রচুর সাশ্রয়ের সুযোগ পাবেন ক্রেতারা।

অ্যামাজন এবারই প্রথম চালু করছে ‘কাউন্টডাউন ডিলস’, যার মাধ্যমে সকল ক্রেতা ৩ মে অবধি বিভিন্ন ব্র্যান্ডের ও ক্যাটাগরির পণ্যসামগ্রী কেনাকাটার ক্ষেত্রে নানারকম অগ্রিম অফারের সুবিধা নিতে পারবেন। গ্রাহকদের আরও সুবিধা দিতে বেশকিছু সহজ ফিনান্স অপশন রাখা হয়েছে, যেমন ১০% ইনস্ট্যান্ট ব্যাংক ডিস্কাউন্ট পাওয়া যাবে আইসিআইসিআই ব্যাংক, কোটাক ও আরবিএল ক্রেডিট/ডেবিট কার্ডে, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বাজাজ ফিনসার্ভে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার, নির্বাচিত ক্রেডিট/ডেবিট কার্ডে বাড়তি অফার, ইত্যাদি। অ্যামাজন ডট ইন-এর কেনাকাটার ক্ষেত্রে ইংরেজি ছাড়াও হিন্দি, মারাঠি, বাংলা, কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম-সহ ৮টি আঞ্চলিক ভাষা ব্যবহারের সুযোগ রয়েছে।

অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ডে গ্রাহকরা কেনাকাটায় ৫% অবধি ছাড়ের সুবিধা নিতে পারবেন। নতুন ইউজারগণ অ্যামাজন পে ইউপিআই ব্যবহারের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এবং অতিরিক্ত ১০% বা ১০০ টাকা সাশ্রয় করতে পারবেন। গ্রাহকরা রিওয়ার্ডস ফেস্টিভ্যাল চলাকালীন ৫,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। ‘অ্যামাজন পে লেটার’ ব্যবহারের দ্বারা ইউজারগণ ৬০,০০০ টাকা অবধি ইনস্ট্যান্ট ক্রেডিট আর সেইসঙ্গে ১৫০ টাকা ফ্ল্যাট ক্যাশব্যাক পেতে পারেন এবং সকল শপিং অর্ডারে ১০০টাকা ক্যাশব্যাকের সুবিধা নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *