অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের একমাসব্যাপী ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২’ হল অ্যামাজন.ইন-এর সেলার ও ব্র্যান্ড পার্টনারদের এযাবৎকালের সর্ববৃহৎ ‘শপিং সেলিব্রেশন’। এই সেল ফেস্টিভ্যাল অসংখ্য গ্রাহককে খুশি করতে পেরেছে।
প্রাইম আর্লি অ্যাক্সেসের মধ্য দিয়ে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২ শুরু হয়েছিল ২২ সেপ্টেম্বর মধ্যরাতে এবং চালু ছিল ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবার ‘স্মল অ্যান্ড মিডিয়াম বিজিনেসেস’-সহ (এসএমবি) অ্যামাজন.ইন-এর সেলারদের রাশি রাশি পণ্যের সম্ভার গ্রাহকদের মন জয় করে নিতে সমর্থ হয়েছে। প্রতিবছর, অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টার, সর্টেশন সেন্টার ও ডেলিভারি স্টেশনগুলির অ্যাসোসিয়েট ও পার্টনারগণ অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের জন্য তৈরি থাকে।
সম্প্রতি, অ্যামাজন ইন্ডিয়া তাদের কর্মক্ষেত্র সম্প্রসারনের জন্য ইন্ডিয়ান রেলওয়েজের সঙ্গে যুক্ত হয়ে গ্রাহকদের প্যাকেজ সরবরাহের জন্য ৩২৫টিরও বেশি ইন্টার-সিটি ট্রান্সপোর্টেশন লেন ব্যবহার করতে শুরু করেছে। রেলওয়ে লেন ব্যবহারের ক্ষেত্রে ২০১৯-এর তুলনায় এ হল ৫ গুণ বৃদ্ধি। এর ফলে দেশের ভিন্ন প্রান্তে অ্যামাজন ১ দিন ও ২ দিনে ডেলিভারি প্রদান করতে সক্ষম হচ্ছে।