পহেলগাঁও পরিস্থিতির মাঝেই উলটো সুর অভিনেতার গলায়

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। পহেলগাঁও হামলার এই ঘটনায় পালটা জোরালো প্রত্যাঘাত দেওয়ার দাবি উঠেছে গোটা দেশে। এমন পরিস্থিতিতে উলটো সুর শোনা গেল অভিনেতা প্রকাশ রাজের কথায়।

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ছবি নিষিদ্ধ করা নিয়ে তীব্র প্রতিবাদ করতে শোনা গেল তাঁকে। পহেলগাঁও হামলার আবহে ভারতে আবারও একবার পাকিস্তানি শিল্পীদের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিকে ফাওয়াদের নতুন ছবি ‘আবির গুলাল’ এখনো মুক্তি পায়নি।

ছবির মুক্তি আটকানোর বিরোধিতায় সরব হয়েছেন প্রকাশ। তাঁর কথায়, তিনি যেকোনো ছবির মুক্তি আটকানোর বিপক্ষে। সেটা ডানপন্থী, প্রোপাগান্ডা ছবি যাই হোক না কেন। প্রকাশের কথায়, মানুষের অধিকার আছে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার।

By Arpita Debnath