৩২ বছর পর একসঙ্গে অমিতাভ বচ্চন ও রজনীকান্ত জুটি

নতুন চমক নিয়ে আসছেন পরিচালক জে গনভেল। তামিল সুপারস্টার এবং বলিউড শাহেনশাহের সমন্বয়। তার পরবর্তী সিনেমা ‘থালাইভার ১৭০’-এ ভারতীয় সিনেমার দুই সুপারস্টার রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনকে একসঙ্গে দেখা যাবে। খবর এনডিটিভির।

রজনীকান্তের এই সিনেমার ঘোষণা আগেই দিয়েছিলেন নির্মাতারা। এরপর একে একে প্রকাশ পায় এই সিনেমার অভিনেতারা। গতকাল (৩ অক্টোবর) বড় চমক হিসেবে ঘোষণা করা হয় অমিতাভ বচ্চনের নাম। ছবির প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশন এক্স (আগের টুইটার) অমিতাভ বচ্চনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের দলে বলিউডের শাহেনশাহকে স্বাগতম। অমিতাভ বচ্চনের সাথে, ‘থালাইভার ১৭০’ নতুন উচ্চতায় পৌঁছেছে।’

রজনীকান্ত ও অমিতাভ বচ্চন একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। তাদের শেষ দেখা গিয়েছিল ১৯৯১ সালে ‘হাম’ ছবিতে। ৩২ বছর পর আবার একসঙ্গে আসছেন এই দুই সুপারস্টার। এই খবর সঙ্গে সঙ্গে ভারতীয় দর্শকদের মনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারণ দুই কিংবদন্তিকে একসঙ্গে পর্দায় দেখাটা তাদের জন্য বড় অর্জন।

এটি রজনীকান্তের ১৭০তম ছবি। তাই আপাতত এটিকে বলা হচ্ছে ‘থালাইভার ১৭’। ছবিতে চমক হিসেবে রয়েছেন আরেক অভিনেতা। তিনি মালায়ালাম চলচ্চিত্র অভিনেতা ফাহাদ ফাসিল; . এছাড়া ‘বাহুবলী’ খ্যাত রানা দাজ্ঞুবতিকেও দেখা যাবে এই ছবিতে।

এই সিনেমায় সঙ্গীত পরিচালনা করছেন বর্তমান সেনসেশন অনিরুদ্ধ রবিচন্দর। যিনি সাম্প্রতিক আলোচিত ‘জওয়ান’ এবং ‘জেলার’-এর সঙ্গীত রচনা করেছেন। ছবিতে অভিনয় করেছেন মঞ্জু ওয়ারিয়ার, দুশারা বিজয়া এবং রিতিকা সিং। সিনেমাটি অনেক বড় পরিসরে নির্মিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *