এই মুহূর্তে সারা ভারতে নাম পরিবর্তনের জল্পনা চলছে। দেশটির সরকারি নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘ভারত’। কংগ্রেস নেতা জয়রাম রমেশের একটি পোস্ট থেকে দেশের নাম পরিবর্তন নিয়ে জল্পনা নতুন মাত্রা পেয়েছে। কংগ্রেসের দাবি, রাষ্ট্রপতি আয়োজিত G20 সভার আমন্ত্রণপত্রে ‘‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’।
শোনা যাচ্ছে, সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনে দেশের নাম বদলে শুধু ‘ভারত’ করার বিল আনতে চলেছে কেন্দ্র।
আপাতত, দেশের নাম পরিবর্তন নিয়ে ভারতের নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ নাম পরিবর্তনের পক্ষে, কেউ বিপক্ষে। আর এই জল্পনার আগুনে ইন্ধন যোগ করলেন বলিউডের প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন।
হিন্দিতে একটি টুইটে অমিতাভ লিখেছেন, ‘ভারত মাতা কি জয়’। আর তারপর থেকেই বিগ বি নিজেই তোপের মুখে পড়েছেন। বিশেষ করে যারা চায় না ভারত কোনোভাবেই তার নাম পরিবর্তন হোক।
সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেছেন, ‘অমিতাভ বচ্চনকে বাতিল করার সময় এসেছে।
আশা করি জয়া আন্টি খুব তাড়াতাড়ি তাকে বাড়ি থেকে বের করে দেবেন।’ আরেকজন লিখেছেন, ‘দিন দিন অমিতাভ বচ্চনও বিজেপির দালাল হয়ে যাচ্ছেন। অসহনীয় পা চাটা বলিউড অভিনেতাদের আর নেওয়া যায় না।’
এদিকে ‘ভারত’ নাম হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, ‘আজ শুনলাম ভারতও তার নাম পরিবর্তন করছে। মাননীয় রাষ্ট্রপতির নামে, G-20 সম্মেলনের কার্ডে ‘ভারত’ লেখা আছে। আমরা ভারত বলি! এটা সম্পর্কে নতুন কি? কিন্তু ইংরেজিতে আমরা বলি ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেশটিকে সারা বিশ্ব চেনে ইন্ডিয়া নামে। হঠাৎ এমন কী হলো যে দেশের নাম বদলাতে হবে! আজও বিখ্যাত সব স্মৃতিস্তম্ভের নাম বদলে যাচ্ছে। ইতিহাস বদলাতে আর কি!’