৮১ বছরেও বাজিমাত করছেন অমিতাভ

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ১১ অক্টোবর ৮১-তে পা দিলেন। সাধারণত ষাটের পরই অবসর কিন্তু সেই চলতি ধারণা ভেঙে চুরে দিয়েছেন তিনি। বড় পর্দা থেকে ছোট পর্দা দু’জায়গায় চুটিয়ে কাজ করছেন তিনি। তাঁর পরিবারে তাঁর স্ত্রী জয়া বচ্চন। পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন সকলেই অভিনয় জগতের বড় নাম। তবু এ বয়সে এসে বাড়িতে সব থেকে বেশি রোজগেরে তিনিই। প্রতি মাসে অমিতাভের রোজগারের কাছে হার মানবেন ঐশ্বর্যা-অভিষেক-জয়ারা।

 শোনা যাচ্ছে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের প্রতি পর্বের জন্য চার কোটি টাকা ধার্য করেন অমিতাভ। প্রতি ছবিতে কাজ করার জন্য তিনি পান ছয় কোটি টাকা পারিশ্রমিক। সূত্রের খবর, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য তিনি ১০ কোটি টাকা আয় করেছেন। এর পর ‘ব্রহ্মাস্ত্র’ দ্বিতীয় ও তৃতীয়, দুটি ভাগেই দেখা যাবে তাঁকে। এ ছাড়াও ‘কল্কি ২৯৮৯’ ছবিতে প্রভাস ও দীপিকার সঙ্গে পাল্লা দেবেন অমিতাভ। রীতিমতো অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে। ছবি ও ছোট পর্দা দুটি মিলিয়ে তাঁর মাসিক আয় প্রায় ৫ কোটি। সেই হিসাবে বার্ষিক আয় ৬০ কোটিরও বেশি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩৯০ কোটি।  

তার পরেই রয়েছেন পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন ।তাঁর মোট সম্পত্তি ৮২৩ কোটি টাকা৷ সমস্ত এনডর্সমেন্ট মিলিয়ে তাঁর বার্ষিক রোজগার ৫০ কোটি টাকা৷ স্ত্রী জয়া বচ্চনের রোজগার মাসিক  প্রায় ৩৫ লক্ষ টাকা। ২০১৮ সালে জয়া বচ্চন নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন, স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৪০ কোটি টাকা। ছেলে অভিষেক বচ্চন বেশ কিছু নামী বিজ্ঞাপনের প্রচার মুখ। এ ছাড়াও বেশ কিছু ব্যবসাও রয়েছেন অভিষেকের। তাঁর মাসিক আয় প্রায় ২ কোটি টাকা। সে দিক থেকে বার্ষিক আয় প্রায় ২৪ কোটির কাছাকাছি।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *