অম্রুতাঞ্জনের প্রচারে টোকিয়ো অলিম্পিকের ২ চ্যাম্পিয়ন

অম্রুতাঞ্জন হেলথকেয়ার তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়ে এলো টোকিয়ো ২০২০ অলিম্পিক গেমসের দুইজন চ্যাম্পিয়নকে। তাঁরা হলেন ওয়েটলিফটিংয়ে রৌপ্যপদক জয়ী মীরাবাই চানু ও রেস্টলিংয়ে ব্রোঞ্জপদক জয়ী বজরঙ পুণিয়া। এই দুই অলিম্পিক চ্যাম্পিয়ন ১২৮ বছরের ধারাবাহিকতা সম্পন্ন অম্রুতাঞ্জনের ব্যাক পেইন রোল-অন, জয়েন্ট মাসল স্প্রে, পেইন প্যাচ ইত্যাদি অ্যাডভান্সড বডি পেইন ম্যানেজমেন্ট প্রোডাক্টগুলির প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। আয়ুর্বেদের ভিত্তিতে প্রস্তুত এই প্রোডাক্টগুলি হেলথ, সায়েন্স ও নেচারের এক অভিনব মিশ্রণ। 

উল্লেখ্য, ১৮৯৩ সাল থেকে পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে অম্রুতাঞ্জন হেলথকেয়ার এক পথপ্রদর্শকের ভূমিকা পালন করে চলেছে এবং অসংখ্য মানুষের বেদনা দূর করার কাজে সাহায্য করছে। অম্রুতাঞ্জনের প্রচারে উল্লেখিত হবে তাঁরা কীভাবে সবরকম বাধা অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছতে সক্ষম হয়েছেন। ব্র্যান্ড অ্যাম্বাসাডর মীরাবাই চানু ও বজরঙ পুণিয়া অম্রুতাঞ্জনের অ্যাডভান্সড ব্যাক পেইন রোল-অন, জয়েন্ট মাসল স্প্রে ও পেইন প্যাচের জন্য টেলিভিশন ও ডিজিটাল কমার্সিয়ালে প্রচারমূলক একটি সিরিজে অংশ নিতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *